দিল্লি বিমানবন্দরে এক যাত্রীকে মেরে রক্তাক্ত করে দেওয়ার অভিযোগ উঠল পাইলটের বিরুদ্ধে। আক্রান্ত ব্যক্তি স্পাইসজেট উড়ান সংস্থার যাত্রী। নাম অঙ্কিত দেওয়ান। যার বিরুদ্ধে অভিযোগ, তিনি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের পাইলট। ঘটনার পরে অভিযুক্ত পাইলটের বিরুদ্ধে ইতিমধ্যে পদক্ষেপ করেছে উড়ান সংস্থা। তাঁকে সাসপেন্ড করা হয়েছে বলে জানা যাচ্ছে।
আক্রান্ত ব্যক্তি পরিবারের সঙ্গে ঘুরতে যাচ্ছিলেন। দিল্লি বিমানবন্দরে বোর্ডিংয়ের জন্য ‘সিকিউরিটি চেক’-এর লাইনে দাঁড়িয়ে ছিলেন তাঁরা। অভিযোগ, সেই সময়েই লাইন ভেঙে আগে ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করেন ক্যাপ্টেন বীরেন্দ্র সেজওয়াল। তিনি পেশায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের পাইলট। তবে সেই ঘটনার সময় বীরেন্দ্র কর্তব্যরত অবস্থায় ছিলেন না। বীরেন্দ্রর লাইন ভাঙার প্রতিবাদ করেন অঙ্কিত। সেখান থেকেই বচসার সূত্রপাত। বচসা বৃদ্ধি পেতেই তা মারপিটে পরিণত হয়। ওই পাইলট অঙ্কিতকে মেরে রক্তাক্ত করে দেন বলে অভিযোগ।
শুক্রবার ওই ঘটনার কথা সমাজমাধ্যমে পোস্ট করে জানান অঙ্কিত। নিজের রক্তাক্ত মুখের একটি ছবির সঙ্গে পাইলটের ছবিও ওই পোস্টে দেন তিনি। ঘটনাটি প্রকাশ্যে আসতেই বিবৃতি জারি করে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। পাশাপশি সেই ঘটনার নিন্দাও করেছে উড়ান সংস্থা। বিবৃতিতে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বলেছে, আমরা এই ধরনের আচরণের তীব্র নিন্দা করছি। ঘটনার তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ওই কর্মীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্তে যা উঠে আসবে, তার ভিত্তিতে যথাযথ শাস্তিমূলক পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছে বিমান সংস্থা।





