এসআইআর-এর খসড়া তালিকায় বাংলা থেকে প্রায় ৫৯ লক্ষ নাম বাদ পড়েছে। বিজেপি নেতাদের কথায় দেড় কোটি নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করছে নির্বাচন কমিশন। এ বিষয়ে দলীয় বুথ লেভেল এজেন্টদের সতর্ক করে দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বললেন, “হাত ঘোরালে নাড়ু পাব। নাড়ু নিয়ে ভোটে জিতব, নির্বাচন কমিশনকে কাজে লাগাব। আর বাংলাকে দখল করব, বাংলাকে অপমান করব, বাংলার ইতিহাস ভুলিয়ে দেব। নানান রকম চালাকি। চালাকির দ্বারা মহৎ কাজ হয় না।” SIR আবহে সোমবার নেতাজি ইন্ডোরে দলীয় বিএলএ-দের নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন “একজন বৈধ ভোটারের নামও যাতে বাদ না যায় সেটা দেখতে হবে”। পাশাপাশি SIR-পরবর্তী পর্বে BLA-দের চূড়ান্ত সতর্ক ও সক্রিয় হওয়ার দিকনির্দেশও দিলেন তৃণমূল সুপ্রিমো।
সোমবার নেতাজি ইন্ডোরে কলকাতা ও সংলগ্ন এলাকার ৪০টি বিধানসভা কেন্দ্রের বিএলএ ১ ও বিএলএ ২দের নিয়ে বৈঠকে বসেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর আতঙ্কে আর কাজের চাপে মৃত্যুর ঘটনা নিয়ে কমিশনকে তীব্র আক্রমণ করে তৃণমূল নেত্রী বলেন, “৪৬ টা প্রাণহানির ঘটনা ঘটল। এর দায় কে নেবে? কমিশন তো এর দায় এড়াতে পারবে না। ডিলিমিটেশনে ঠিকানা বদলেছে, বাতিল। বিয়ে হয়ে অন্য বাড়িতে গিয়েছে, বাতিল। বাংলা ও ইংরেজিতে নামের বানানে ফারাক রয়েছে, বাতিল। এই অধিকার কে দিল? এলাকায় এলাকায় শান্তিপূর্ণ মিটিং-মিছিল চলবে। বিএলএ-১, বিএলএ-২ যাঁরা আছেন, তাঁদের ডিসটার্ব করা চলবে না।”
এরপরই তিনি দলীয় বিধায়ক, কাউন্সিলার,বিএলএ-দের স্পষ্ট বার্তা দেন, “BLA1 ও BAL2-দের বড় দায়িত্ব। ব্লকে ব্লকে বিএলএ-দের যেতে হবে।”
বিএলএ-দের দায়িত্ব বুঝিয়ে দেন দলনেত্রী। তাঁর স্পষ্ট নির্দেশ,
- ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। তার আগে কোন ভোটারের নাম তালিকায় ওঠেনি- বুথ স্তরে তার বিস্তারিত খোঁজ খবর নিতে হবে। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতে হবে।
- ভোটের সময় অন্য রাজ্য থেকে নাম তুলতে আসলে তাঁদের বাধা দিতে হবে।
- যাদের নাম বাদ গিয়েছে বাস্তবে তাঁরা আছেন কিনা দেখতে হবে। নাম বাদ পড়লে তাঁদের নাম খুঁজে বের করে ERO দের কাছে অ্যানেক্সচার করাতে হবে।
- আনম্যাপড ভোটাররা শুনানির ডাক পেয়েছেন কিনা খোঁজ নিতে হবে। ডাক পেয়ে থাকলে কমিশন নির্দেশিত –
- ১১টি প্রমাণপত্রের মধ্যে কোনও একটি আছে কিনা সেই বিষয়ে তথ্য সংগ্রহ করতে হবে। কোন নথি না থাকলে সেগুলি দ্রুত বানিয়ে দেওয়ার জন্য May I help you ক্যাম্প করতে করতে হবে।
এরপরই দলীয় কর্মীদের বার্তা দিয়ে দলনেত্রী বলেন, “প্রাণ দিয়ে, জীবন দিয়ে বিজেপিকে রুখতে হবে। আমি বিশ্বাস করি, নেতারা পারবে না-কর্মীরা পারবে। এই লড়াই আমাদের বাঁচার লড়াই। এ লড়াই আমাদের জিততেই হবে।”





