বড়দিনের উৎসবকে কেন্দ্র ইতিমধ্যেই মেতে উঠেছে রাজ্যবাসী। কলকাতাতেও উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে। পার্কস্ট্রিটে ক্রিসমাস ফেস্টিভ্যাল শুরু হয়ে গিয়েছে। এই উৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা বাড়ানো হল পার্ক স্ট্রিট চত্বরে । দিল্লিকাণ্ডের পর থেকে শহরজুড়ে বেড়েছে নাকা চেকিং। এবার বড়দিন উপলক্ষেও গোটা শহর জুড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ২ হাজার পুলিশ কর্মী। পার্ক স্ট্রিটে ৮ থেকে ১০ জন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার থাকবেন নিরাপত্তার দায়িত্বে। প্রায় ২০-২৫ জন অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার থাকছেন। এছাড়াও থাকবে ২৭ জন ইন্সপেক্টর পদ মর্যাদার পুলিশ এবং ২৫০ জন সাব ইন্সপেক্টর পদ মর্যাদার পুলিশ।
অন্যবারের তুলনায় এবার নিরাপত্তা আরও অনেকটাই আঁটোসাঁটো। এবারের বড়দিন এবং বর্ষবরণের উৎসবে শহর জুড়ে ১৫টি ওয়াচ টাওয়ার তৈরি করা হচ্ছে যার মধ্যে পার্ক স্ট্রিটেই থাকবে ৫টি। পাশাপাশি ওই এলাকায় থাকছে QRT (Quick Response Team) নজরদারি। শহর জুড়ে প্রায় ৪০টি পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ ও হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড থাকছে। মহিলাদের নিরাপত্তায় থাকছে কলকাতা পুলিশের উইনার্স টিম। প্রায় ৫০টি সিসিটিভি নজরদারি থাকবে পার্ক স্ট্রিট এলাকাতে। ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হবে। এছাড়াও হেড কোয়ার্টারের তরফে গোটা পরিস্থিতির ওপর নরজ থাকবে।
যদিও কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভর্মা আগেই জানিয়ে দিয়েছিলেন শহরজুড়ে কড়া নজরদারি চালানো হচ্ছে এবং পেট্রলিং বাড়ানো হয়েছে। ক্রিসমাস এবং নিউ ইয়ার সেলিব্রেশন সামনে, তাই বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। লালবাজার সূত্রে খবর পার্ক স্ট্রিট সহ শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। বর্ষবরণের সময়ে গভীর রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় অনুষ্ঠান চলবে। যে কারণে আইনশৃঙ্খলার যাতে কোনও রকম অবনতি না ঘটে সেদিকে কড়া নজর থাকবে কলকাতা পুলিশের।





