Header AD

মাদার ডেয়ারির অস্তিত্ব মুছে হচ্ছে বাংলার ডায়েরি! মন্ত্রিসভার বৈঠকে বড় সিদ্ধান্ত চন্দ্রিমার

আর কোনও অস্তিত্ব থাকবে না মাদার ডেয়ারির দুধের। বাংলার ডেয়ারির সঙ্গে জুড়ে যাচ্ছে মাদার ডেয়ারি। নাম বদলে হয়ে যাচ্ছে শুধুমাত্র বাংলার ডেয়ারি। বুধবার মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি জানান, “মাদার ডেয়ারির পুরোটা বাংলার ডেয়ারির সঙ্গে মার্জার হল। এবার থেকে বাংলার ডেয়ারি হিসাবে পাওয়া যাবে। আজ থেকে মাদার ডেয়ারির কোনও অস্তিত্ব থাকবে না।”

২০২১ সালে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন মাদার ডেয়ারিকে বাংলার ডেয়ারি করার কথা। তিনি সাফ জানিয়েছিলেন, “মাদার ডেয়ারি বাংলার সংস্থা নয়। বাংলার গরুরা দুধ দেয়, চাষিরা দুধ উৎপাদন করেন, তাহলে বাংলা ডেয়ারি নাম রাখা হবে না কেন?” মুখ্যমন্ত্রীর সেই ইচ্ছাই পূরণ হল বুধবার। বাংলার ডেয়ারির সঙ্গে মাদার ডেয়ারির জুড়ে যাওয়ার কথা জানালেন চন্দ্রিমা ভট্টাচার্য।