Header AD

বর্ষবরণে দিঘা-মন্দারমণিতে পর্যটকের ঢল, অপ্রীতিকর ঘটনা এড়াতে হোয়াটসঅ্যাপ পরিষেবা চালু কাঁথি পুলিশের

বড়দিন ও বর্ষবরণ উদযাপনে দিঘা-মন্দারমণিতে (Didha-Mandarmani) উপছে পড়া ভিড় পর্যটকদের! বড়দিন থেকেই হোটেলগুলোয় ভিড় বাড়ছিল। শুক্রবার সকাল থেকে কার্যত মানুষের ঢল নেমেছে দিঘায়। আগাম হোটেল বুকিংয়ের জেরে এখন তিলধারণের জায়গা নেই ওল্ড ও নিউ দিঘার হোটেলগুলিতে। একই চিত্র মন্দারমণিতেও। এই উৎসবের মরশুমে পর্যটকঠাসা সৈকতশহরে যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবার হোয়াটসঅ্যাপ নম্বর চালু করল কাঁথি পুলিশ।

শুক্রবার দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের তরফে জানান হয়, ২৬ ডিসেম্বর থেকে আগামী ১ জানুয়ারি পর্যন্ত প্রত্যেকটি হোটেলের বুকিং হয়ে গিয়েছে। যে কয়েকটি ঘর বাকি আছে, তা পাওয়ার জন্য কার্যত প্রতিযোগিতা চলছে পর্যটকদের মধ্যে। তবে সকলেই পরিষেবা পাবেন বলেই আশা করছেন তাঁরা। জানা গিয়েছে, পর্যটকদের জন্য এখন ওল্ড ও নিউ দিঘা মিলিয়ে প্রায় ৮০০টি হোটেল পরিষেবা দিচ্ছে। শুক্রবার সকাল থেকেই বাস এবং প্রাইভেট গাড়ির লম্বা সারি দেখা গিয়েছে দিঘা-মন্দারমণির রাস্তায়। তা ছাড়া ট্রেনেও প্রচুর মানুষ এসেছেন।

প্রতিবছরই বর্ষবরণের আগে দিঘা-মন্দারমণিতে পর্যটকদের ভিড় হয়। এ বারও তার অন্যথা হয়নি। তবে এবার ভিড় বাড়ার আরও কিছু কারণ আছে বলে মনে করছেন হোটেলমালিক থেকে স্থানীয় দোকানিরা। বর্ষবরণ উপলক্ষে এবার নানা উৎসবের আয়োজন করা হয়েছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ (ডিএসডিএ) এবং হোটেল মালিক সংগঠনের তরফে। হবে ‘বিচ ফেস্টিভ্যাল’। বিশেষ চমক থাকবে ৩১ ডিসেম্বরের বর্ষবরণ অনুষ্ঠানে। ওই দিন রাতে ‘অলিম্পিকের কায়দায়’ আধ ঘণ্টার একটি বিশাল বাজি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। অভিনবত্ব আনতে সমুদ্রের বুকে একটি ভাসমান জেটি থেকে এই পরিবেশবান্ধব ‘গ্রিন বাজি’র প্রদর্শনী হবে। এ ছাড়াও বড়দিন থেকেই আলোকমালায় সেজে উঠেছে সৈকতশহর। ওল্ড এবং নিউ দিঘার হোটেলের পাশাপাশি রঙিন আলোয় মুড়িয়ে দেওয়া হয়েছে নবনির্মিত জগন্নাথ ধাম চত্বর ও সংলগ্ন রাস্তাঘাট।

এই উৎসবের মরশুমে পর্যটকদের নিরাপত্তায় নতুন পরিষেবা চালু করল কাঁথি পুলিশ। এবার থেকে হোয়াটসঅ্যাপেই জানানো যাবে অভিযোগ। শ্লীলতাহানি, কটূক্তি, হোটেলের অতিরিক্ত ভাড়া বা অন্য যে-কোনও বিষয়ে অভিযোগ জানাতে ছুটতে হবে না থানায়। ৭০৪৭৯৮৯৮০০ নম্বরে হোয়াটসঅ্যাপ মারফত অভিযোগ জানালেই ব্যবস্থা নেবে পুলিশ। এতদিন দিঘা, মন্দারমণি, তাজপুর, শংকরপুরে বেড়াতে গিয়ে কোনও অসুবিধার মুখে পড়লে স্থানীয় থানায় হাজির হয়ে অভিযোগ জানাতে হত। এবার থেকে ৭০৪৭৯৮৯৮০০ নম্বরেই জানানো যাবে অভিযোগ। শুক্রবার দিঘার জগন্নাথ মন্দির পুলিশ ফাঁড়িতে সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছে কাঁথি পুলিশ।