“এখন একজন দুঃশাসন বাংলা এসেছে। ভোট এলেই দুর্যোধন, দুঃশাসনরা আসেন। ওদের চোখ দেখলেই মনে হয় বাংলার ক্ষতি করবে। শকুনি মামার চ্যালারা ঘুরে বেড়াচ্ছে।”- বড়জোড়ার সভা থেকে নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বঙ্গ সফরকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, বাঁকুড়ার বড়জোড়ার সভা থেকে অমিত শাহের (Amit Shah) অনুপ্রবেশ মন্তব্যের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল নেত্রী। তিনি প্রশ্ন তোলেন, “বাংলাতেই শুধু অনুপ্রবেশ হচ্ছে? কাশ্মীরে হচ্ছে না। তাহলে পহেলগাম হামলা কে করল? দিল্লি বিস্ফোরণই বা কে করল? আপনারা করলেন?” প্রসঙ্গত, এদিন সকালেই অনুপ্রবেশ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে বিদ্ধ করেন শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, সীমান্তে কাঁটাতার বসাতে জমি দিচ্ছে না রাজ্য।
এর প্রতিবাদেই মঙ্গলবার বাঁকুড়ার বড়জোড়ার সভা থেকে শাহকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শাহর মন্তব্যের প্রতিবাদ করে তিনি গর্জে ওঠেন, “রাজ্যে এসে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় জমি দেয়নি। জমি না দিলে তারকেশ্বর, বিষ্ণুপুর লাইন কে করেছে? মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। জমি না দিলে ইসিএলের জমিগুলি কয়লা তোলার জন্য কথা থেকে এলো।” শুধু তাই নয়, ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় জমি যে দেওয়া হয়েছে তাও জানান মুখ্যমন্ত্রী। “বনগাঁ, পেট্রোপলে জমি কে দিয়েছে, ঘোজাডাঙ্গা, চ্যাংরাবান্ধায় জমি কে দিয়েছে?” এমনকী অন্ডাল বিমানবন্দর, পানাগড়েও যে জমি দেওয়া হয়েছে তাও এদিন বাঁকুড়ার সভা থেকে শাহকে জবাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন সকালেই অনুপ্রবেশ ইস্যুতে রাজ্যকে নিশানা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর অভিযোগ, সীমান্ত কাঁটাতার বসাতে জমি দিচ্ছে না রাজ্য। এর পাল্টা অনুপ্রবেশ ইস্যু নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তীব্র আক্রমণ করেন বাংলার মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। প্রশ্ন তুলে তোপ দেগে তিনি বলেন, “বাংলাতেই শুধু অনুপ্রবেশ হচ্ছে? কাশ্মীরে হচ্ছে না। তাহলে পহেলগাঁও হামলা কে করল? দিল্লি বিস্ফোরণ কে করল? আপনারা করলেন?” এরপরই শাহকে উদ্দেশ্য করে হুঙ্কার দিয়ে বলেন “ভ্রষ্টাচারী হোম মিনিস্টার পদত্যাগ কর, ইউ মাস্ট রিজাইন।”
আর কয়েকমাসের মধ্যেই বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগেই ফের বঙ্গে ডেলি প্যাসেঞ্জারি শুরু করেছেন বিজেপির দিল্লির নেতারা। নরেন্দ্র মোদির পরে এবার বঙ্গ সফরে অমিত শাহ। তা নিয়ে তীব্র আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো। নাম না করে মোদি-শাহকে দুর্যোধন, দুঃশাসন বলে কটাক্ষ করেন তিনি।





