“পশ্চিমবঙ্গে ৩ থেকে ৭৭ হয়েছে বিজেপি। বাংলার মানুষ সুশাসন আনতে বদ্ধপরিকর”। মঙ্গলবার বাংলায় সাংবাদিক সম্মেলন করে এভাবেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুধু তাই নয় 2026 সালে বাংলায় কবে ভোট হবে, সেটাও জানিয়ে দিলেন তিনি। এপ্রিল মাসে বাংলায় ভোট। পাশাপাশি বিজেপি যে আগামী বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যক আসনে জিতে বাংলায় ক্ষমতায় আসবে, সেটাও এই সাংবাদিক সম্মেলন থেকেই ঘোষণা করলেন শাহ। একই সঙ্গে কোন অংকে কিভাবে তা সম্ভব হবে সেটাও ব্যাখ্যা করেছেন তিনি। একজন রাজনৈতিক দলের নেতা হয়ে কিভাবে অমিত সাহা বাংলায় ভোটের দিনক্ষণ ঘোষণা করেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
তবে শুধু ভোটের দিনক্ষণ নয়, এদিন সাংবাদিক সম্মেলনে অনুপ্রবেশ নিয়ে কড়া বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বাংলার সীমান্ত দিয়ে যে অনুপ্রবেশ হচ্ছে, তা শুধু বাংলা নয় গোটা দেশের নিরাপত্তার বিষয়। এমন সরকার এখানে আনুন যারা অনুপ্রবেশ পুরো বন্ধ করে দেবে। শুধু মানুষ কেন একটি পাখি কেউ ঢুকতে দেবে না।”
২০১৪ থেকে ২০১৪৪ এই ১০-১১ বছরে বাংলায় বিজেপির যাত্রাপথের ছবিটাও তুলে ধরেন অমিত শাহ। ২০১৪ এ দুটি আসন পেয়েছিল বিজেপি, ভোটের হিসেবে ১৭ শতাংশ। ২০১৬ বিধানসভায় পেয়েছিল ১০ শতাংশ ভোট, আসন সংখ্যা ছিল ৩। ২০১৯ লোকসভা নির্বাচনে শতাংশের হিসেবে আগেরবারের ১৭ থেকে বের হয় ৪১, আসন সংখ্যা ১৮। ২০২১ এর বিধানসভা নির্বাচনে ৩৯ শতাংশ ভোট পেয়ে বিজেপির আসন সংখ্যা দাঁড়ায় ৭৭। কিন্তু ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোটের শতাংশ এবং আসন দুই কমে। চল্লিশ শতাংশ ভোট নিয়ে বিজেপির চলিতে ছিল ১২টি আসন।
এসব তথ্য দেওয়ার পাশাপাশি সাংবাদিক সম্মেলনে বাঙালি আবেগেও শান দেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বামী বিবেকানন্দ, বঙ্কিমবাবু, গুরুদেব, শ্যামাপ্রসাদের স্বপ্নের বাংলা করার প্রতিশ্রুতি দেন তিনি।
এদিকে বঙ্গ সফরে এসে অমিত শাহ 2026 এর নির্বাচনে জিতে সরকার গড়ার কথা বললেও কটাক্ষ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এ প্রসঙ্গে তৃণমূলের অন্যতম রাজ্য সম্পাদক কুনাল ঘোষের প্রতিক্রিয়া, এই বঙ্গসফর দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর আরও একটি ব্যর্থ প্রচেষ্টা। শুনলাম তিনি আমার নাম উচ্চারণ করেছেন। খুনের মামলার আসামীর কাছ থেকে জেলের কথা শুনতে হবে ? ” এরপরেই স্বরাষ্ট্রমন্ত্রীকে তোপ দেগে কুনাল বলেন, আপনি তো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। অনুপ্রবেশ হলে তো দায় আপনার। ত্রিপুরায় অনুপ্রবেশ হচ্ছে না শুধু বাংলাতেই হচ্ছে? দুর্নীতি নিয়ে বড় বড় কথা বলছেন। যাদের ক্যামেরা সামনে টাকা নিতে দেখা গিয়েছে তাদেরকেই আজ বড় বড় পথ দিয়েছেন। জান আমি হাজার হাজার কোটি টাকার দুর্নীতি তিনি আজ বিরোধী দলনেতা। বিজেপির ওয়াশিং মেশিনে সবাই শুদ্ধ হয়ে গিয়েছে।” সবশেষে অমিত শাহকে ভেবে চিন্তে কথা বলার পরামর্শ দিয়েছেন কুনাল ঘোষ।





