Header AD

২৫-এ পা উইন্ডোজ-এর, নতুন বছরে দর্শকদের জন্য একাধিক চমক নিয়ে আসছেন নন্দিতা-শিবপ্রসাদ

নতুন বছরে ২৫-এ পা দিচ্ছে উইন্ডোজ প্রযোজনা সংস্থা (Windows Production House)। রজতজয়ন্তী উপলক্ষে নতুন বছরে আরও নতুন চমক নিয়ে আসছে শিবপ্রসাদ মুখোপাধ্যায়- নন্দিতা রায়ের এই প্রযোজনা সংস্থা। বড় পর্দায় এক ঝাঁক নতুন গল্প নিয়ে আসছে তাঁরা।

২০২৬ সালে উইন্ডোজের ঝুলিতে যেমন রয়েছে রহস্য-রোমাঞ্চে মোড়া গল্প , তেমনই থাকছে বক্স অফিসে সাড়া ফেলা দেওয়া সিনেমার সিক্যুয়েল। তালিকায় রয়েছে ‘ফুল পিসি ও এডওয়ার্ড’ শীর্ষক একেবারে নতুন ছবি। আবেগ এবং সাসপেন্সের মোড়কে গল্প বুনেছেন পরিচালকজুটি। কাস্টিংওয়েও চমক রয়েছে। সোহিনী সেনগুপ্ত, অর্জুন চক্রবর্তী, অনামিকা সাহা, রাইমা সেন, সাহেব চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, অনন্যা চট্টোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, শ্যামৌপ্তি মুদলি, ঋষভ বসু এবং সৌম্য মুখোপাধ্যায়দের এই ছবিতে দেখা যাবে গুরুত্বপূর্ণ ভূমিকায়। নন্দিতা-শিবপ্রসাদ জানালেন, “‘ফুল পিসি ও এডওয়ার্ড’-এর গল্পে একাধিক লেয়ার রয়েছে। বরাবরের মতো নতুন এই গল্পের সঙ্গেও দর্শক একাত্ম হবেন বলে আশা রাখছি।” এই সিনেমার মিউজিকের জন্য জুটি বাঁধবেন জয় সরকার এবং শ্রীজাত বন্দ্যোপাধ্যায়।

চব্বিশের পুজোর বক্স অফিসে ব্লকবাস্টার শিরোপা পাওয়া ‘বহুরুপী’র সিক্যুয়েলও রয়েছে উইন্ডোজের নতুন ছবির তালিকায়। এবার ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে আসছেন নন্দিতা-শিবপ্রসাদ। পরিচালকজুটি জানালেন,“আপাতত এই ছবির চিত্রনাট্যের কাজ চলছে। শেষ হলেই প্রি-প্রোডাকশন শুরু হবে। বহুরূপী আমাদের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি এবং দর্শকের চাহিদার কথা মাথায় রেখেই সিক্যুয়েল আরও বড় পরিসরে আসছে।” এই ছবির প্রযোজনায় উইন্ডোজের সঙ্গে হাত মিলিয়েছে সঞ্জয় আগারওয়ালের প্রযোজনা সংস্থা। এছাড়া চলতি মাসের ২৩ তারিখ মুক্তি পেতে চলেছে এই সংস্থার আসন্ন ছবি ভানুপ্রিয়া ভূতের হোটেল। এই মুহূর্তে জোরকদমে চলছে ছবির প্রচারপর্ব। এছাড়াও চলতি বছরে সুমন ঘোষের পরিচালনায় উইন্ডোজ-এর অন্যতম বড় চমক হতে চলেছে ‘ফ্যামিলিওয়ালা’।