অপরিকল্পিত এস আই আর প্রক্রিয়া নিয়ে প্রথম থেকেই সরব রাজ্যের শাসক দল তৃণমূল। SIR শুরুর পর থেকেই সাধারণ মানুষ হেনস্তার শিকার হচ্ছে। শুনানি প্রক্রিয়াতেও সেই হেনস্তা অব্যাহত। বাংলার মানুষের ভোটাধিকার রক্ষায় প্রয়োজনে ব্যক্তিগতভাবে সুপ্রিম কোর্টে যাবেন, গঙ্গাসাগর থেকে প্রতিশ্রুতি দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দলনেত্রীর ঘোষণার ২০ ঘন্টার মধ্যেই নির্বাচন কমিশনের (Election Commission) এসআইআর (SIR) প্রক্রিয়ার নির্দিষ্ট ভুল তুলে ধরে ফের সুপ্রিম কোর্টে (Supreme Court) পিটিশন দাখিল করল তৃণমূল। এসআইআর সংক্রান্ত পুরনো মামলার সঙ্গেই যুক্ত হবে এই পিটিশনটি।
মঙ্গলবারই তৃণমূলের তরফে কমিশনের চলতি এসআইআর প্রক্রিয়ায় হোয়াটসঅ্যাপে নির্দেশিকা জারি সংক্রান্ত অভিযোগ তুলে ধরা হয়েছে সুপ্রিম কোর্টে। এছাড়াও এসআইআর-এর (SIR) শুনানি পর্বে (hearing) যেভাবে সাধারণ বৈধ ভোটারদের হয়রানির শিকার হতে হচ্ছে সেই প্রসঙ্গেরও উল্লেখ করা হয়েছে। ১০১ পাতার একটি পিটিশন দাখিল করেছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। নির্বাচন কমিশন এসআইআর-এর যে গাইডলাইন তৈরি হয়েছে তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে।





