Header AD

বাঙালি হেনস্তা নিয়ে ফের সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোনালির অনুরোধে সদ্যোজাতর নাম রাখলেন ‘আপন’

আগেই কথা দিয়েছিলেন বীরভূমে গিয়ে সোনালি বিবির সঙ্গে দেখা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই কথামতো মঙ্গলবার রামপুরহাটে রণসংকল্প সভা শেষ করে সোনালির সঙ্গে দেখা করতে গেলেন সোনালি বিবির সঙ্গে দেখা করতে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। রামপুরহাট মেডিক্যাল কলেজের প্রসূতি বিভাগে ভর্তি সোনালির সঙ্গে দেখা করলেন। উল্লেখ্য বাংলাদেশ থেকে ফিরে সোমবারই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন বীরভূমের মুরারইয়ের বাসিন্দা সোনালি। এবার সোনালি ও তাঁর মায়ের অনুরোধে সদ্যোজাতের নামকরণ করলেন অভিষেক । নাম রাখলেন আপন।

হাসপাতাল থেকে বেরিয়ে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, “সোনালি বিবির সঙ্গে দেখা করলাম। মা ও সন্তান- দুজনেই সুস্থ রয়েছে। প্রটোকল মেনে সদ্যোজাতর কাছে যাইনি। সভা থেকে এসেছি ইনফেকশন হওয়ার ভয় থাকে, তাই যাই নি। সোনালি ও তাঁর মা সদ্যোজাতর নাম রাখার অনুরোধ করেন। আমি নাম রেখেছি আপন। সোনালির কথা যে সমস্ত কথা শুনলাম, যে ভাবে বিএসএফ দিয়ে ওঁদের বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে, একজন অন্তঃসত্ত্বা মহিলাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়েছে, শারীরিক-মানসিক অত্যাচার করা হয়েছে, এই অবস্থায় নদী পেরিয়েছে, জঙ্গলে থেকেছে সবই আমাকে জানিয়েছে। পরবর্তীতে তাঁদের বাংলাদেশে পাঠানো হয়, সেখানে মাসের পর মাস জেলে কাটিয়েছে। হাইকোর্ট-সুপ্রিমকোর্ট অর্ডার দেওয়ার পরও তাঁদের ফিরিয়ে আনার ব্যবস্থা করেনি কেন্দ্র। শেষে চাপে পড়ে ফিরিয়ে আনতে বাধ্য হয়েছে। এখনও তাঁর স্বামী বাংলাদেশে জেলে বন্দি। যে কষ্টের মধ্যে দিয়ে তিনি সাত-আট মাস কাটিয়েছেন, সেটা চিন্তা করাই কষ্টকর। বিশেষত বাচ্চার ওপর যে ধকল গিয়েছে তা কল্পনা করা যায় না – আমি মনে করি মানুষের চোখের জলের দাম বিজেপিকে চোকাতে হবে।”
এরসঙ্গে অভিষেক জানান “সোনালির স্বামীকে বাংলাদেশ থেকে ফিরিয়ে আনার জন্য যা কিছু সাহায্য করা দরকার আমরা করব। কারণ এরা সকলেই আমাদের আপন।” একই সঙ্গে বিজেপিকে তোপ দেগে তিনি বলেন, “এরা তো দাঙ্গা করে ক্ষমতায় এসেছে, এদের থেকে কিছু আশা করাই উচিত নয়। এরা কোনওদিন বুঝবে মায়ের চোখের জলের দাম কী?এদের ভুগতে হবে। বাংলার ১০ কোটি মানুষের চোখের জলের দাম দিতে হবে।”