Header AD

‘আত্মতুষ্টিতে ভুগলে চলবে না, যুক্তি দিয়ে প্রচার করতে হবে’ ডিজিটাল যোদ্ধাদের বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

“নেতার নামে নয়, দলকে ভালোবেসে দলের নামে জয়ধ্বনি করুন।” কলকাতার মিলনমেলায় আয়োজিত সভায় ডিজিটাল যোদ্ধাদের উদ্দেশ্যে সাফ বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দাবি, “বিজেপি যতবার ক্ষমতায় এসেছে সাধারণ মানুষ ততবার সমস্যার সম্মুখীন হয়েছে। লকডাউন, নোটবন্দি, এস আই আর – সব অপরিকল্পিত। ওরা সাম্প্রদায়িক বিষ ছড়িয়ে দেওয়ার মরিয়া প্রচেষ্টা করছে। এর বিরুদ্ধে ডিজিটাল যোদ্ধাদের তথ্যসহ মানুষের কাছে পরিবেশন করতে হবে।” ডিজিটাল যোদ্ধাদের প্রতি অভিষেকের নির্দেশ “আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। যুক্তি দিয়ে প্রচার করতে হবে। মানুষকে বোঝান। আপনাদের দায়িত্ব অনেক বেশি। টানা ১০০ দিন লড়াই করতে হবে। সময় নষ্ট করা চলবে না। আগেরবার ২১৪ বলেছিলাম, এবার ২৫০ আসন করতে হবে।”

সোমবার মিলন মেলায় “আমি বাংলার ডিজিটাল যোদ্ধা” কনক্লেভে যোগ দিয়েঅভিষেক বন্দ্যোপাধ্যায় দলের আইটি সেলের সদস্য-কর্মীদের কৃতজ্ঞতা জানান। মঞ্চ থেকেই অভিষেক স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিলেন, নিজের স্বার্থে দলকে ব্যবহার করলে তা বরদাস্ত করা হবে না। দলকে ভালোবাসতে হবে। আমজনতার পাশে দাঁড়াতে হবে। অভিষেকের সাফ কথা, “ব্যক্তি নয়, দলই বড়। ছোট-বড়, মেজো-সেজো নেতার নামে জয়ধ্বনি নয়। অনেকেই সস্তার প্রচার পাওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় আলটপকা মন্তব্য করেন। সেটা করবেন না। দলকে ভালোবেসে দলের হয়ে প্রচার করুন।”

এদিনের সভা থেকে বিজেপি সরকার ও সংবাদ মাধ্যমকে একযোগে নিশানা করেন অভিষেক। তাঁর অভিযোগ, সংবাদমাধ্যমে রাজ্য সরকারের সাফল্যের কথা দেখানো হয় না। এর জবাবে ডিজিটাল যোদ্ধাদের তাঁর পরামর্শ “সংবাদ মাধ্যম যদি প্রচার না করে তাহলে আমাদেরই করতে হবে। তার জন্য রয়েছে সোশ্যাল মিডিয়া-ফেসবুক, এক্স, ইউটিউব। আপনারা অনেকেই ভাবেন কী প্রচার করব, কী বলব। আপনারা দলের নামে জয়ধ্বনি করুন। আমাদের সরকারের জনমুখী প্রকল্পগুলো মানুষের সামনে তুলে ধরুন। ফেসবুক লাইভ করুন। যুক্তি দিয়ে মানুষকে বোঝান। তবে কোনও অশালীন ভাষা ব্যবহার করবেন না।” এরপরই যোদ্ধাদের কাজের গতি প্রকৃতি স্থির করে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, নির্বাচনের আগে হাতে আর ১০০-১১০ দিন সময় রয়েছে। এই সময়সীমাকে ৫ দিন করে ভাগ করে নিতে হবে। প্রত্যেক ৫ দিনের প্ল্যানিং রেডি রাখতে হবে। তিনি বলেন, “বিজেপির অর্থবল রয়েছে। আমরা মিথ্যেবাদীর পার্টি নই। আমরা আদর্শের উপর দল করি। আমরা রটনাকে ঘটনা বানাতে পারব না যেটা বিজেপি করে। ওরা বাংলাকে কলুষিত করার জন্য অনেক কিছু করে। আমাদেরও কিছু দায়িত্ব রয়েছে। বিজেপি যদি কিছু পোস্ট করে সঙ্গে সঙ্গে তা যাচাই করে পালটা দিন।”

এদিনের সভায় তৃণমূল দলকে ইন্ডিয়ান আর্মির সঙ্গে তুলনা করেন অভিষেক। ডিজিটাল যোদ্ধাদের দলের কাণ্ডারি হিসাবে বায়ুসেনার সঙ্গে তুলনা করে বলেন, আমরা নেভি। যাঁরা মিছিলে হাঁটেন, পতাকা বহন করেন, ব্যানার-ফেস্টুন লাগান, তাঁরা আর্মি। আর আপনারা ডিজিটাল যোদ্ধারা যাঁরা সমাজমাধ্যমে লড়াই করেন, তাঁরা এয়ারফোর্স।”