Header AD

ইনদওরের পর খরগোনে! বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ফের দূষিত পানীয় জলে অসুস্থ ১৪

বিজেপি ডবল ইঞ্জিন সরকার মধ্যপ্রেদেশের ইনদওরের ‘বিষাক্ত’ পানীয় জলে মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই মধ্যপ্রদেশের আরও এক জেলা খরগোনেতে সেই একই আতঙ্ক দেখা দিল! ইতিমধ্যেই ওই জেলার মণ্ডলেশ্বর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে পানীয় জল খেয়ে ১৪ জন অসুস্থ হয়েছেন বলে স্থানীয় সূত্রে খবর। তাঁদের সকলেরই বমি এবং মাথা ঘোরানো, পেটে ব্যথার মতো উপসর্গ দেখা দিয়েছে। এই ঘটনার পর এলাকাবাসীর মধ্যে এক ধরনের আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে। কারণ, ইনদওরের ঘটনার ক্ষত এখনও মানুষের মনে টাটকা ।

সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, মণ্ডলেশ্বরে একের পর এক অসুস্থ হওয়ার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোন জেলা প্রশাসন এবং স্বাস্থ্য দফতরের আধিকারিকেরা। স্বাস্থ্য দফতরের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে অসুস্থদের চিকিৎসা শুরু করে। ওষুধ দেয়। এলাকার তহসিলদার জানিয়েছেন, মণ্ডলেশ্বরের ৮ নম্বর ওয়ার্ড থেকে খবর আসে পানীয় জলের সঙ্গে নোংরা মিশে গিয়েছে। সেই খবর পেয়েই পুরো পাইপলাইন পরীক্ষা করা শুরু হয়। পাইপলাইনে কোনও ফাটল আছে কি না তা-ও খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত তিন-চার দিনে বেশ কয়েক জন অসুস্থ হয়ে পড়েছেন। ঘটনার কথা স্বীকার করে স্থানীয় পুরসভার মেয়র পারিষদ জানান, দূষিত জল পান করে ১৪ জন অসুস্থ হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে।

প্রসঙ্গত, সম্প্রতি মধ্যপ্রদেশের ইন্দোরে ‘বিষাক্ত’ পানীয় জলের কারণে ১৫ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছিল। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২০০ জনেরও বেশি মানুষ। আক্রান্তের সংখ্যা ছিল এক হাজারেরও বেশি। সেই ইনদওর থেকে ১২৭ কিলোমিটার দূরে রাজ্যের আরও এক জেলা খরগোনেতে একই ধরণের ঘটনায় যথেষ্ট অস্বস্তিতে মধ্যপ্রদেশের বিজেপি সরকার।