কলকাতায় গ্রেপ্তার রাজস্থানের ভাড়াটে খুনির দল। এই দল কুখ্যাত “ গোদারা গ্যাং“ নামে পরিচিত। সেই দলের কয়েকজন রাজস্থানের কুচমান এলাকার এক ব্যবসায়ীকে খুনে মূল অভিযুক্ত। গত ৭ অক্টোবর সেখানকার জিমে এক ব্যবসায়ীকে খুন করে এসে কলকাতায় গা ঢাকা দিয়েছিল তারা। বৃহস্পতিবার নাটকীয় কায়দায় তাদের বাইপাস সংলগ্ন কাদাপাড়া থেকে ধরে ফেলল কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা। ঘটনা পরম্পরা হার মানাবে সিনেমার দৃশ্যকেও। এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশের জালে ধরা পড়েছে ১১ জন। তাঁদের হেফাজতে নিতে ইতিমধ্যে কলকাতায় রওয়ানা দিয়েছে রাজস্থান পুলিশের একটি দল।
বৃহস্পতিবার সন্ধ্যায় এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী থাকল সল্টলেকের পাড়া, অলিগলি ! সকলেই সল্টলেকের পূর্বাচল আবাসনের আশেপাশে গা ঢাকা দিয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। প্রথমে ২জনকে গ্রেপ্তার করা হয়, পালিয়ে যায় বাকি ২ জন। সিনেমার দৃশ্যের মতোই ধাওয়া করে পুলিশ। বেশ কিছুক্ষণ ধরে চলে ‘চোর-পুলিশ’ খেলা। এক দুষ্কৃতী পূর্বাচল আবাসনে ঢুকে কার্নিশে উঠে পড়ে। তা দেখতেও পান গৃহস্থরা। তাঁদের চিৎকারেই কার্নিশ থেকে ঝাঁপ মারে সে। সেই সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে। এমন ভয়ঙ্কর দৃশ্য চোখের সামনে দেখছেন সেটা ভাবলে এখনও গা-শিউরে উঠছে বাসিন্দাদের। ফুলবাগান থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার সময় পুলিশকে বিভিন্ন কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করে তারা। দীর্ঘ জেরার পরে পুলিশ জানতে পারে, আটক ব্যক্তিরা রাজস্থানের বাসিন্দা। ওই রাজ্যের দিদওয়ানা জেলার কুচামান থানায় তাদের বিরুদ্ধে খুনের অভিযোগ আছে। সেখানকার তদন্তকারী আধিকারিকদের চোখে ধুলো দিতেই কলকাতায় এসেছিল। পুলিশ সূত্রের খবর, রাজস্থানে ব্যবসায়ী খুন করে পালিয়ে এসে কলকাতায় গা ঢাকা দিয়েছিল তারা। হয়তো এখান থেকেই অন্যদেশে বা রাজ্য পালিয়ে যাওয়ার ছক কষেছিল তারা। তবে এত চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। পুলিশের হাতে ধরা পড়ে সকলেই।





