যেকোনও ধরনের প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় ত্রাণ তহবিল গঠন করেছে রাজ্য সরকার। জাতি- দল- মত-ধনী- গরীব নির্বিশেষে সকলকে এই রাজ্য বিপর্যয় মোকাবিলা (WBSDMA) তহবিলে দানের জন্য আবেদন জানানো হয়েছে। সেই আবেদনে সাড়া দিয়ে ১ লক্ষ টাকা দান করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই কথা নিজের এক্স হ্যান্ডেলে (X Handle) জানিয়ে অন্যদেরও এগিয়ে আসার আবেদন জানিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ।
উত্তরবঙ্গের (North Bengal) সাম্প্রতিক দুর্যোগ পরিস্থিতি একা হাতে সামাল দিয়েছে রাজ্য সরকার। কেন্দ্র কোনওরকম সাহায্যের হাত বাড়ায়নি। তাই এবার দুর্যোগ মোকাবিলায় রাজ্য নিজেই তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে। সেই খবর নিজের এক্স হ্যান্ডেলে জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন,“অপ্রত্যাশিত বন্যা ও ভূমিধসের ফলে উত্তরবঙ্গের জেলাগুলির কিছু অংশ ধসে গিয়েছে। এর ফলে জীবন, জীবিকা ও সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছে। এই মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে, রাজ্য সরকার সকলের কাছে পশ্চিমবঙ্গ রাজ্য বিপর্যয় মোকাবিলা (WBSDMA) তহবিলে দানের জন্য আবেদন জানিয়েছে। ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক উদ্ধার, ত্রাণ এবং দীর্ঘমেয়াদী পুনর্বাসনের জন্যই এই আবেদন। সেই আবেদনে সাড়া দিয়ে আমি WBSDMA তহবিলে ১ লক্ষ অনুদান দিয়েছি।“
এরপরেই এই উদ্যোগে সাড়া দিয়ে সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান তিনি। লেখেন, “এই কঠিন সময়ে, প্রতিটি দানের কাজ গুরুত্বপূর্ণ। আমি সকলকে এগিয়ে আসার এবং এই দুর্যোগে যাঁরা সব কিছু হারিয়েছেন তাঁদের পাশে দাঁড়ানোর আর্জি জানাচ্ছি। এখানে উল্লিখিত বিবরণ অনুসারে আপনি/ আপনার সহায়তা দিতে পারেন”। এর পরেই অ্যাকাউন্টস বিবরণ দিয়েছেন তিনি।





