Header AD

দলিত-আদিবাসী-সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিরুদ্ধে কেন্দ্রের গেরুয়া শিবিরকে তীব্র আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

‘ভারতের পরিবেশকে ইচ্ছাকৃতভাবে বিষাক্ত করা হচ্ছে। সেটা করছে দেশের দক্ষিণপন্থী শক্তিগুলি। এরফলে আক্রান্ত হচ্ছে দলিত, আদিবাসী, সংখ্যালঘুরা।’ শুক্রবার, নিজের এক্স হ্যান্ডেল পোস্ট করে কেন্দ্রের গেরুয়া শিবিরকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ধর্মের নামে দেশে বিভাজন সৃষ্টির তীব্র সমালোচনাও করেন সাংসদ।

কেন্দ্রের বিজেপি সরকারের আমলে দেশে ধর্মের নামে হানাহানি বেড়েছে বলে অভিযোগ করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি নিজের লেখা পোস্টে আরও অভিযোগ করেছেন, দেশে ধর্মের নামে বিভাজনের রাজনীতি করা হচ্ছে। ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের রীতির উপর আঘাত আনে এই নীতি। গণপিটুনি, হুমকি, ঘৃণার পরিবেশ তৈরি করছে গেরুয়া শিবির।

এই মর্মে নিজের এক্স হ্যান্ডেল তিনি লেখেন, “ভারতের পরিবেশকে ইচ্ছাকৃতভাবে বিষাক্ত করা হচ্ছে। ধর্মের নামে ক্ষমতার জোরে ভয়, গণপিটুনি, হুমকি ও ঘৃণার মাধ্যমে দক্ষিণপন্থী শক্তিগুলি প্রকাশ্যে দলিত, আদিবাসী ও সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে। যখন ক্ষমতায় থাকা ব্যক্তিরা অপরাধী হয় এবং এই হিংসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের পুরস্কৃত করে, তখন দায়মুক্তি নীতিতে পরিণত হয়। এটি শাসনব্যবস্থা নয়; এটি নৈতিক পতন। এই আক্রমণগুলি অসাংবিধানিক, অবৈধ এবং আমাদের দেশের বৈচিত্র্যের মধ্যে ঐক্যর ভিত্তিকে ভেঙে দেয়। নীরবতা হল সহযোগিতা। কিন্তু ইতিহাস একে ক্ষমা করবে না।”

মোদি সরকারের আমলে বারবার আক্রন্ত হয়েছেন সংখ্যালঘুরা। ভারতের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করা হচ্ছে। এই নিয়ে বারবার সরব হয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এবার সেই ইস্যুতেই বছরের শেষে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।