Header AD

শুভেন্দুর গড় নন্দীগ্রামে ১৫ জানুয়ারিতে ‘মডেল সেবাশ্রয় ক্যাম্প’! উদ্বোধনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

এতদিন সেবাশ্রয় ক্যাম্প শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে সীমাবদ্ধ ছিল। এ বার সেই ‘সেবাশ্রয় প্রকল্প’কে রাজ্যের অন্যত্রও শুরু করার সিদ্ধান্ত নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এবং ‘তাৎপর্যপূর্ণ’ ভাবে সেই এলাকার নাম নন্দীগ্রাম। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র। বিরোধী দলনেতার বিধানসভা কেন্দ্রের দু’টি ব্লকেই অভিষেকের নির্দেশে শুরু আগামী জানুয়ারিতে অনুষ্ঠিত হবে‘মডেল সেবাশ্রয় শিবির’। ক্যাম্প উদ্বোধন করবেন স্বয়ং অভিষেক নিজে।

শনিবার তৃণমূল ভবনে আয়োজিত সাংবাদিক বৈঠকে এই তথ্য দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি জানান, “আমার কাছে অনেক সাধারণ মানুষের ফোন এসেছে। তাঁরা অনুরোধ করেছেন নন্দীগ্রামে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য সেবাশ্রয় ক্যাম্প করতে। মূলত তাঁদের অনুরোধেই আগামী জানুয়ারিতে নন্দীগ্রামের ব্লক ১ ও ২ তে দুটো মডেল সেবাশ্রয় ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ১৫ জানুয়ারি নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে প্রথম ক্যাম্প হবে।”

উল্লেখ্য, নন্দীগ্রামে অভিষেকের পরিকল্পনাপ্রসূত ওই শিবির চালু হওয়া মানে একদিকে সরাসরি শুভেন্দুর কেন্দ্রে গিয়ে তাঁকে চ্যালেঞ্জ জানানো। এবং একই সঙ্গে নন্দীগ্রামের মানুষকেও বোঝানো যে, সরকার এবং পরিষেবা সকলের জন্যই। কোভিডের সময় ‘ডায়মন্ড হারবার মডেল’-এর মতোই ডায়মন্ড হারবারে অভিষেকের ‘সেবাশ্রয় শিবির’ রাজ্যে সাড়া ফেলেছিল। ঘটনাচক্রে, তার পর অভিষেকের কাছে নন্দীগ্রাম থেকে সেখানেও ওই শিবির করার জন্য প্রচুর আবেদন আসে। তার পরই ওই বিষয়ে চিন্তভাবনা শুরু করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।