Header AD

‘উন্নয়নের পাঁচালি’ নিয়ে রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাবেন নন্দনে রাজের অনুষ্ঠানেও

ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে জনসংযোগ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের গত ১৫ বছরের ‘উন্নয়নের পাঁচালি’ নিয়ে তৃণমূলের মন্ত্রী–সাংসদরা রাজ্যের বিশিষ্ট ব্যক্তিদের কাছে যাচ্ছেন। সেই জন্যই এবার একটু অন্য ভূমিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজেই ‘উন্নয়নের পাঁচালি’ নিয়ে বিশিষ্টজনদের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আজ, বুধবার প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিকের ভবানীপুরের বাড়িতে গিয়ে তাঁর হাতে রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর সেখান থেকে নন্দনে বারাকপুরের বিধায়ক-পরিচালক রাজ চক্রবর্তীর অনুষ্ঠানে যাবেন তিনি।

রাজ্য সরকারের ১৫ বছরের কাজের রিপোর্ট কার্ডকে সামনে রেখে ইতিমধ্যেই সারা রাজ্যজুড়ে প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। কয়েক সপ্তাহ আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের নেতা–কর্মীদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে বিশিষ্ট ব্যক্তি, ইনফ্লুয়েন্সারদের কাছে ‘উন্নয়নের পাঁচালি’ পৌঁছে দেওয়ার কর্মসূচির কথা প্রথম জানিয়েছিলেন। তারপর থেকেই গ্রাম, মহল্লা থেকে শহর-প্রত্যেক এলাকায় পৌঁছে যাচ্ছে উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান। রাজ্যের মানুষ এক ডাকে চে‍নেন, এমন প্রায় দু’শো জন বিশিষ্ট ব্যক্তি, নাগরিক সমাজের গুরুত্বপূর্ণ মুখের কাছে তৃণমূল নেতৃত্ব এই ‘উন্নয়নের পাঁচালি’ পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে তৃণমূলের বক্তব্য, কেন্দ্রের ‘অর্থবঞ্চনা’ সত্ত্বেও রাজ্যে সরকারের তহবিল থেকেই মানুষের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমানতালে চালিয়ে যাচ্ছেন কল্যাণমূলক কর্মসূচি। বাংলার প্রাপ্য আটকে রেখেছে দিল্লি, তা সত্বেও সারা রাজ্যে উন্নয়ন থামেনি। সেই তথ্যই পৌঁছে দেওয়া হচ্ছে সকল মানুষের কাছে।

প্রসঙ্গত, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম কিছু দিন আগে বিশিষ্ট শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে সাক্ষাৎ করে তাঁর হাতে মুখ্যমন্ত্রীর উন্নয়নের পাঁচালি তুলে দিয়েছেন। রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিশিষ্ট ব্যাঙ্কার চন্দ্রশেখর ঘোষের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর হাতে এই খতিয়ান তুলে দিয়েছেন। তৃণমূলের সাংসদ, মন্ত্রীরা এই ভাবে বিশিষ্ট সুরকার, চিত্র পরিচালকের কাছে গিয়ে ‘উন্নয়নের পাঁচালি’ তাঁদের হাতে তুলে দিয়েছেন। অভিষেক নিজে এ বার প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে গিয়ে তাঁর হাতে তৃণমূল সরকারের রিপোর্ট কার্ড তুলে দিতে চলেছেন। বিশিষ্টদের হাতে সুদৃশ্য এই রিপোর্ট কার্ড তুলে দেওয়ার পাশাপাশি তাঁদের উত্তরীয় পরিয়ে দেওয়া হচ্ছে। সমাজের বিভিন্ন স্তরের যে বিশিষ্ট ব্যক্তিদের কাছে তৃণমূল নেতৃত্ব যাচ্ছেন, তাঁর সঙ্গে তিনি যে বিষয়ে কাজ করেন সেই নিয়ে আলোচনাও করছেন।

সেই সুবাদেই আজ, বুধবার বিকেলে উন্নয়নের পাঁচালি নিয়ে পথে নামতে চলেছেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এদিন বিকেল চারটে নাগাদ ভবানীপুর বিধানসভা এলাকার বাসিন্দা অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে যাবেন তিনি। সেখানে থাকতে পারেন রঞ্জিতকন্যা কোয়েল মল্লিক ও তাঁর স্বামী প্রযোজক নিসপাল সিং রানে। রঞ্জিত মল্লিকের বাড়ি থেকে অভিষেকের পরবর্তী গন্তব্য নন্দন। সেখানে পরিচালক ও তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর নতুন সৃষ্টি ‘লক্ষ্মী এল ঘরে’-র বিশেষ প্রদর্শন রয়েছে। সেই প্রদর্শনে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে অভিষেকের উপস্থিতি বিরল বলেই মনে করছে রাজনৈতিক মহল। সব মিলিয়ে, প্রচলিত রাজনৈতিক ছকের বাইরে গিয়ে নতুন ভাবমূর্তি গড়ার চেষ্টা বলেই দেখছেন অনেকে।