Header AD

ফরেন্সিক টিম দিয়ে তথ্য চুরির অভিযোগ, আইপ্যাকে ইডি তল্লাশির বিরুদ্ধে FIR খোদ মুখ্যমন্ত্রীর

তল্লাশির নামে ফরেন্সিক টিম দিয়ে আইপ্যাক দপ্তর থেকে তৃণমূলের নির্বাচন সংক্রান্ত তথ্য ও নথি চুরি করেছে ইডি। এই অভিযোগে এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার রাতে বিধাননগরের ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

বৃহস্পতিবার সকালে আচমকাই আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে হানা দেন ইডির আধিকারিকরা। খবর পেয়েই দ্রুত সেখানে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিনিট পনেরো প্রতীকের বাড়িতে ছিলেন তিনি। তারপর একটি সবুজ রঙের ফাইল হাতে বেরিয়ে আসেন। এরপর সেখান থেকেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন, ইডির অভিযান রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তৃণমূলের ভোটকৌশল চুরি করতেই এই অভিযান চালানো হয়েছে। এসবের মাঝেই খবর মেলে সেক্টর ফাইভের আইপ্যাকের অফিসেও হানা দিয়েছে ইডি। খবর পেয়েই সোজা সেখানে চলে যান মুখ্যমন্ত্রী। পুলিশের তত্ত্বাবধানে বেশ কিছু ফাইল নথি, মোবাইল এবং ল্যাপটপ নিজের গাড়িতে তোলেন তিনি।

এরপর থেকেই অভিযোগ, পালটা অভিযোগে কার্যত তপ্ত হয়ে ওঠে রাজ্য-রাজনীতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করেছেন, ছাব্বিশের নির্বাচনের তৃণমূলের রণকৌশল ‘চুরি’করতেই নাকি ইডিকে ব্যবহার করেছে কেন্দ্র। পালটা ইডির দাবি, অনৈতিকভাবে তাঁদের কাজে বাধা দিয়েছেন মুখ্যমন্ত্রী। গোটা ঘটনার জল গড়িয়েছে কলকাতা হাই কোর্ট পর্যন্ত। বিধাননগর থানার তরফে গোটা ঘটনা নিয়ে অভিযোগ দায়ের করা হয় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায়। তারপর বৃহস্পতিবার রাতে ইডির বিরুদ্ধে বিধাননগরের ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই লিখিত অভিযোগ দায়ের করেন।