বড় বড় বক্তৃতাই সম্বল। কার্যক্ষেত্রে কিছুই মিলছে না। পরপর কয়েকটি নির্বাচনের প্রাক্কালে অমিত শাহের দেওয়া ভাষণ এই তথ্যই তুলে ধরছে। তাঁর বক্তব্যের ভিডিও সমাজের মাধ্যমে তুলে ধরে তীব্র কটাক্ষ করছে রাজ্যের শাসক দল। মঙ্গলবার বাংলায় পা রেখেই আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলকে উৎখাতের ডাক দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দাবি, দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়বে বিজেপি। এহেনু মন্তব্যের পরেই সমাজমাধ্যমে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ‘ ব্রায়েন শাহকে নিয়ে একটি পোস্ট করেছেন।
ডাইরেক এর পোস্ট করা সেই ভিডিওতে একাধিক নির্বাচন নিয়ে ভবিষ্যৎবাণী পড়তে শোনা যাচ্ছে অমিত শাহকে। বিজেপির ক্ষমতায় আসার কথা ছত্তিশগড়ে গিয়েও ঘোষণা করেছিলেন তিনি। বাস্তবে ফলপ্রকাশের পরে দেখা যায় ৯০ টি আসনের মধ্যে মাত্র ১৫ টি জেতে বিজেপি। এরপর ২০২০ সালের দিল্লির নির্বাচনের কথা মনে করিয়ে দিয়েছেন ডেরেক। অমিত শাহের করা একটি পুরনো পোস্ট তুলে ধরে তিনি দেখিয়েছেন, সেখানে দাবী করা হয়েছিল ৪৫ টি আসন বানিয়ে বিজেপি। রথযাত্রায় ৭০ টি আসনের মধ্যে মাত্র ৮টি আসন পেয়েছিল শাহের দল। ডেরেকের পোস্টে উল্লেখ রয়েছে ২০২১ সালে বাংলার বিধানসভা নির্বাচনের কথা। যেভাবে অমিত শাহ দাবী করেছিলেন বিজেপি ২০০ পেরিয়ে যাবে, সেখানে তারা থেমে যায় ৭৭ এ। সবশেষে গত লোকসভা নির্বাচনের কথা, এখানে অমিতের ভবিষ্যৎবাণী ছিল ৪০০ পেরবে গেরুয়া শিবির। সেখানে মুখ থুবড়ে পড়ে বিজেপি জয় পায় মাত্র ২৪০ টি আসনে।
একটি ভিডিওতে এইসব গুলো পোস্ট করে তীব্র কটাক্ষ করে ডেরেক ক্যাপশনে লিখেছেন, ” অমিত শাহের ট্র্যাক রেকর্ড দেখুন।” এবার অমিত শাহের ভবিষ্যৎবাণী কোন পথে যাবে তা বলবে সময়।






