Header AD

SIR শুনানিতে বয়স্কদের হেনস্তায় ক্ষুব্ধ তৃণমূলনেত্রী বললেন ‘নাম বাদ গেলে দিল্লি ঘেরাও হবে’

রাজ্যে এসআইআর প্রক্রিয়ার প্রথম ধাপ শেষে খসড়া তালিকার ভিত্তিতে শুনানি প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন (Election Commission)। শুনানি প্রক্রিয়ার শুরুর দিন থেকেই দেখা গিয়েছে বয়স্ক ভোটাররা হেনস্তার শিকার হচ্ছেন প্রবলভাবে। যার প্রতিবাদে ইতিমধ্যেই একাধিকবার মুখ্য নির্বাচনী আধিকারিকদের দ্বারস্থ হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার সেই ইস্যুতেই মঙ্গলবার বাঁকুড়ার বড়জোড়ার সভা থেকেই সুর চড়ালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। সভা থেকে তিনি বলেন, “৬০-৭০ বছরের বৃদ্ধ-বৃদ্ধাদের ডাকছে। পুরুলিয়ায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ওরা বাবা-মাকে সম্মান করে না।” এদিন আবারও স্পষ্টভাবে তিনি জানিয়ে দিলেন, একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করা হবে।

রাজ্যে এসআইআরের শুনানি পর্বে বহু মানুষ হিয়ারিংয়ের নোটিস পেয়েছেন। তালিকায় রয়েছেন বৃদ্ধ-বৃদ্ধা থেকে বিশেষ ক্ষমতাসম্পন্নরাও। স্বাভাবিকভাবেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ছেন তারা অনেকেই। সবমিলিয়ে প্রবল হেনস্তা হতে হচ্ছে তাঁদের। তা নিয়ে মঙ্গলবার বাঁকুড়ার বড়জোড়ার সভা থেকে ক্ষোভ উগরে নির্বাচন কমিশনকে নিশানা করেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, “এসআইআর পর্বে ৫৮ থেকে ৬০ জনের মৃত্যু হয়েছে। গতকাল পুরুলিয়ায় একজন বৃদ্ধের মৃত্যু হয়েছে। এসআইআর-এর কারণে এত মানুষ প্রাণ হারিয়েছে। ওরা বয়স্ক মানুষদের সম্মান করতে জানে না। ওরা বাবা-মায়েদের সম্মান করে না।” এস আই আর আবহে রাজ্যে এখনও পর্যন্ত ৫৮-৬০ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় ক্ষুব্ধ তৃণমূল নেত্রী এদিন সভা থেকে ঘোষণা করেন, “SIRএর বলি ৫৭ জনের স্মৃতিতে প্রতিটা জেলায় একটা করে শহীদ বেদী হবে।”

উল্লেখ্য, এই এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই সারা দেশে একের পর এক মৃত্যুর ঘটনা সামনে এসেছে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে দুর্জন মাঝির নাম। জানা গিয়েছে, এসআইআর শুনানিতে সময়মতো পৌঁছতে পারবেন কিনা সেই চিন্তায় ছিলেন দুর্জন। শুনানির চিঠি পাওয়ার পর থেকেই হতাশা গ্রাস করেছিল পুরুলিয়ার ৮২ বছরের বৃদ্ধকে। সোমবার, শুনানির দিনে ব্লক অফিসে যাওয়ার আগে টোটো খুঁজতে বেরিয়ে আর ফেরেননি তিনি। ঘণ্টা তিনেক পর বাড়ির অদূরে রেললাইন থেকে উদ্ধার হয় তাঁর মৃতদেহ। মঙ্গলবার, বড়জোড়ার সভা থেকে পুরুলিয়ায় মৃত এই বৃদ্ধের প্রসঙ্গ টেনে এদিনের সভায় কমিশনের বিরুদ্ধে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনায় মুখ্য নির্বাচন কমিশনার এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে মৃত দুর্জন মাঝির পরিবার।