Header AD

ফের ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স,  রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৬

ফের ফিলিপিন্স (Phillipines) কাঁপল ভয়াবহ ভূমিকম্পে। শুক্রবার  ভোরে ব্যাপকভাবে কেঁপে উঠেছে প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত এই দেশ। রিখটার স্কেলে কম্পনের মাত্র ৭.৬ । প্রথমে দেশজুড়ে জারি করা হয়েছিল সুনামি সতর্কতা। ৩ মিটার পর্যন্ত উঁচু ঢেউ উঠতে পারে সমুদ্রে, এমনটাই আশঙ্কা করা হয়েছিল। পরে অবশ্য তা তুলে নেওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ফিলিপিন্সে ভূমিকম্পে মৃতের সংখ্যা ৭৪, আহত শতাধিক।

সূত্রের খবর, শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা ৪৩ মিনিটে ৭.৬ মাত্রায় ভূমিকম্প হয়েছে। ফিলিপিন্সের সৈকতশহর মানায় থেকে মাত্র ৬২ কিলোমিটার দূরে সমুদ্রবক্ষে ছিল কম্পনের উৎস। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে কম্পন হওয়ায় মারাত্মক প্রভাব পড়েছে শহরের বিস্তীর্ণ অঞ্চলে।

ইন্দোনেশিয়া, পাপুয়া নিউ গিনির মতো দেশগুলিতেও ভূমিকম্পের পর সতর্কতা জারি হয়েছে। প্রসঙ্গত, সপ্তাহখানেক আগেই ৬.৯ মাত্রায় কেঁপেছিল ফিলিপিন্স। সেদেশের ইতিহাসে ভয়ংকরতম ভূমিকম্পের সাক্ষী থেকেছেন আমজনতা। অন্তত ৭২ জনের মৃত্যু হয়েছিল কম্পনের জেরে। সেই ধাক্কা সামলে ওঠার আগেই ফের ভূমিকম্প ফিলিপিন্সে।