রাসেল, বেঙ্কটেশকে ছেড়ে দিয়ে আইপিএলের নিলামে সবচেয়ে বেশি টাকা নিয়ে নামছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে আইপিএল ২০২৬ সালের জন্য নিলামের আসর বসছে। তার আগে সব দল শনিবার নিজেদের ধরে রাখার ক্রিকেটারদের তালিকা প্রকাশ করল। নিলামে ১০ টি দল মোট ২৩৬ কোটি ৯৩ লক্ষ টাকা নিয়ে নামবে। সবচেয়ে বেশি টাকা থাকছে কেকেআরের হাতে। সবচেয়ে কম টাকা হাতে নিয়ে নিলামে যাবে মুম্বাই ইন্ডিয়ান্স ।
অবশেষে আন্দ্রে রাসেলকে ছেড়ে দিল কেকেআর। শনিবার ধরে রাখা ক্রিকেটারদের যে তালিকা প্রকাশ করেছে কলকাতা নাইট রাইডার্স তাতে তাদের অন্যতম সেরা তারকা ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী অলরাউন্ডারের নাম নেই। ছেড়ে দেওয়া হল গতবারের নিলামে অন্যতম দামি ক্রিকেটার বেঙ্কটেশ আইয়ারকেও। গত বছর তাকে প্রায় ২৪ কোটি টাকা দিয়ে কিনেছিল শাহরুখের টিম। রাসেল কলকাতায় খেলছেন সেই ২০২৪ থেকে। গত কয়েক বছর সেভাবে পারফর করতে পারছিলেন না। গতবারও নিলাম এর আগে তাকে ছেড়ে দেওয়া নিয়ে জল্পনা শোনা গিয়েছিল। কিন্তু দলের সেই রাস্তার দাম দিতে পারেননি তিনি। দিন দিন দলের বোঝা হয়ে উঠছিলেন। ব্যাটে তো একেবারেই রান পাননি, বল হাতে মাত্র একটি ম্যাচে ভালো পারফর্ম করেছিলেন। বলে মেনে নিলাম এর আগে তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল কলকাতা টিম ম্যানেজমেন্ট।
অন্যদিকে ২০২১ সালে কলকাতা নাইট রাইডার্স আজকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ভেঙ্কটেশের। পরের বছর মহানিলামে তাকে ধরে রাখা হয়। গত বছর মহান নিলাম এর আগে তাকে ছেড়ে দেওয়া হলেও আবার ২৩.৭৫ কোটি টাকা দিয়ে কেনা হয়। ভেঙ্কটেশ এত টাকা পাওয়ার যোগ্য কিনা সেই প্রশ্ন উঠছিল তখন থেকে। তার প্রতি রাখা আস তার একেবারেই সুবিচার করতে পারেননি তিনি। গত আইপিএলে চূড়ান্ত ব্যর্থ হন বেঙ্কটেশ। তাই এবার মেনে নিলাম এর আগে তাকে ছেড়ে দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হয়তো তাকে আবার কেনা হতে পারে। কোনভাবেই তার পেছনে এত টাকা খরচ করা হবে না। এখন দেখার আগামি নিলাম থেকে কোন কোন ক্রিকেটারকে দলে নিতে পারে শাহরুখের ক্রিকেট দল।





