“২০১১ থেকে ভোট দিয়েছি, সেটা কি তাহলে অবৈধ? তারপর ২০১৪, ১৬,১৯, ২১, ২৪ – আমি যে এর আগে বিধানসভা লোকসভায় এতগুলো ভোট দিলাম তাহলে কি সেগুলো বাতিল? আর একটা কথা, এসআইআর শুনানি তো ভীষণ গুরুত্বপূর্ণ, তাহলে সেটা বাংলায় বিধানসভার ভোটের মুখে কেন শুরু হল? কেন এক বছর আগে থেকেই শুরু করা হল না শুনানি পর্ব?” SIR শুনানিতে হাজির হয়ে বিস্ফোরক অভিযোগ অভিনেতা-সাংসদ দেবের। বুধবার যাদবপুর অঞ্চলে কাটজুনগর বিদ্যাপীঠে শুনানিতে হাজির হয়েছিলেন এই অভিনেতা-সাংসদ। রাজ্যজুড়ে এসআইআর শেষে এখন চলছে হিয়ারিং পর্ব। এই হিয়ারিংকে কেন্দ্র সাধারন মানুষের হেনস্তার ছবি প্রতিদিনই সামনে আসছে। অভিনেতা-সাংসদ দেবকে এসআইআর শুনানিতে নির্বাচন কমিশনের তলব করার খবর প্রকাশ্যে আসতেই গোটা রাজ্যে হইচই পড়ে যায় । তবে শুধু একা দেব নয়, শুনানিতে ডাক পড়েছে তাঁর মা-বাবা, বোনেরও! প্রসঙ্গত, সাউথ সিটি আবাসনে পরিবার সহ থাকেন দেব এবং সেখানেই ভোট দেন ।
শুনানিপর্ব শেষে বেরিয়ে এসে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ খুললেন দেব। নির্বাচন কমিশনের কাছে একাধিক প্রশ্ন রাখলেন তিনি। পাশাপাশি রাখলেন একটি অনুরোধও। নির্বাচন কমিশনের উদ্দেশ্যে হাত জোড় করে তাঁর অনুরোধ, “বয়স্কদের কেন হয়রানি করা হচ্ছে? তাঁদের নিয়ে একটু ভাবুন দয়া করে….সিনিয়র সিটিজেনকে নিয়ে ভাবুন। আমি সাধারণ মানুষকে নিয়ে ভাবছি।” তিনি বলেন যাঁরা বয়স্ক মানুষ, হাঁটুর সমস্যায় ভুগছেন ঠিকমতো হাঁটাচলা করতে পারেন না তাঁদের কথা ভাবুক কমিশন। বাড়িতে গিয়ে যাতে তাঁদের প্রয়োজনীয় প্রক্রিয়ার সম্পূর্ণ করা যায় সেই দাবিও করেন তিনি। দেব (Dev) আরও বলেন, জীবিত মানুষকে মৃত বলে দাগিয়ে দেওয়া হচ্ছে।পশ্চিমবঙ্গে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন (Assembly Election) হবে এ কথা তো সকলেই জানেন। তাহলে শেষ মুহূর্তে এত তাড়াহুড়ো করে এই প্রক্রিয়া শুরু করার কী প্রয়োজনীয়তা ছিল? সেই প্রশ্নও তোলেন সাংসদ। এদেশে উৎসবের মতো নির্বাচন হয় তাই সেখানে ভয়ের পরিবেশ তৈরি করার কোনও প্রয়োজন নেই বলেও দাবি করেন তিনি।
পাশাপাশি তাঁকে শুনানিতে ডাকার যে কোনও কারণ নেই সে কথাও এদিন স্পষ্ট করে জানান অভিনেতা। দেবের কথায়, “এমুনেশন ফর্ম পূরণে গোলযোগ থাকায় আমাকে ডাকা হয়েছিল… তবে ঠিকঠাকভাবেই ফর্ম পূরণ করেছি, জানি না কী সমস্যা হচ্ছে। দেখুন, আমি না-ই আসতে পারতাম, বদলে একটা চিঠি পাঠিয়ে দিতাম। কিন্তু আমি আইন মেনে চলি সবসময়। যা, যা যেভাবে করতে বলা হয়েছে করেছি। আমি সবসময় আইন মেনে চলব।”
বক্তব্য শেষে তাঁকে ঘিরে ততক্ষণে শুরু হয়ে গিয়েছে দেব-ভক্তদের উল্লাস। আকাশ ফাটানো “দেব’দা, দেব’দা” চিৎকারে কান পাতা দায়। তাঁদের নিরাশ করলেন না দেব, হাসিমুখে, হাত নাড়িয়ে, ভরসা দিয়ে গাড়িতে উঠে গেলেন এই জনপ্রিয় অভিনেতা-সাংসদ।




