Header AD

জম্মু-কাশ্মীরে সেনাছাউনির ভিতরেই সেনা অফিসারকে গুলি করে হত্যা ! ঘটনাকে ঘিরে রহস্য দানা বেঁধেছে

এক সেনা অফিসারকে সেনাছাউনির ভিতরেই গুলি করে হত্যা করা হল । ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরে। এই ঘটনায় প্রাথমিক ভাবে জঙ্গিহানার আশঙ্কা করা হয়ে থাকলেও, পরে সেই সম্ভাবনা খারিজ হয়েছে। তদন্তকারীদের অনুমান, ওই সেনা অফিসারকে গুলি করেছেন তাঁর এক সতীর্থই। ঘটনাকে ঘিরে রহস্য দানা বেঁধেছে।

মঙ্গলবার রাতে জম্মু-কাশ্মীরের সাম্বা জেলার একটি সেনাছাউনিতে ঘটনাটি ঘটে। আচমকাই গুলির জোরালো শব্দ শোনা যায়। মুহূর্তে শোরগোল পড়ে যায় সেনাছাউনিতে। পরমুহূর্তেই জওয়ানেরা গিয়ে দেখেন, গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন এক জুনিয়র কমিশনড অফিসার। তড়িঘড়ি তাঁকে স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন ।

সেনা সূত্রে খবর, ঘটনার পর থেকেই ওই সেনাছাউনির এক জওয়ান নিখোঁজ। প্রাথমিক অনুমান, তিনিই ওই সেনা অফিসারকে গুলি করেছেন। আপাতত তাঁর খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে জম্মু-কাশ্মীরে। পুলিশ সূত্র জানিয়েছে, এই ঘটনায় এফআইআর রুজু হয়েছে। তার ভিত্তিতে শুরু হয়েছে তদন্তও। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, নিহত সেনা অফিসার রিয়াসি জেলার বাসিন্দা। আর অভিযুক্ত জওয়ান জম্মুর বাসিন্দা। কিন্তু ঠিক কী কারনে এমন ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়।