Header AD

ওড়িশায় ৩০০ চাকরি বিক্রির চেষ্টা! গ্রেপ্তার ১১৪, এখনও ফেরার ১৮৬ পরীক্ষার্থী

এবার চাকরি বিক্রির অভিযোগ উঠল পড়শি রাজ্য ওড়িশায়। পুলিশের সাব ইনস্পেক্টর (SI) পদে নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগ উঠল। পরীক্ষা পরিচালনার দায়িত্বে ছিল ‘ওড়িশা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড’ (Odissa Police Recruitment Board) । অভিযোগ পেয়ে ওড়িশা পুলিশের অপরাধদমন শাখা (ক্রাইম ব্রাঞ্চ)-র তদন্তে নামে। দেখা যায়, ৩০০টি পদে নিয়োগের জন্য চাকরি বিক্রির চেষ্টা হয়েছিল। নকল অ্যাডমিট কার্ড তৈরি করে পরীক্ষার্থীদের একাংশের পরীক্ষার জায়গা বদলে দেওয়া হয়েছিল। অবৈধ উপায়ে চাকরি পাওয়ার জন্য পরীক্ষার্থীরা টাকা দেওয়ার পরেই তাদের ভুয়ো অ্যাডমিট কার্ড দেওয়া হত। এমন জায়গায় তাদের পরীক্ষা ফেলা হত, যেখানে ওই পরীক্ষার্থীরা কারচুপির প্রয়োজনীয় সুযোগসুবিধা পাবেন।

এই দুর্নীতিতে শঙ্কর প্রুস্টি নামে এক ব্যক্তিকেই মূল অভিযুক্ত বলে মনে করছেন তদন্তকারীরা। দুর্নীতির বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই তিনি নিখোঁজ। পুলিশ সূত্রে খবর, শঙ্কর নেপাল হয়ে দুবাই পালিয়েছেন। সেখান থেকেই ওড়িশা হাই কোর্টে আগাম জামিনের জন্য আবেদন করেছেন। চাকরি দুর্নীতিতে মূল অভিযুক্ত ব্যক্তি কীভাবে দেশ ছেড়ে পালাতে পারলেন, তা নিয়ে উঠছে প্রশ্ন। তদন্তকারীদের নজর রয়েছে ওড়িশার দু’টি বেসরকারি সংস্থা ‘সিলিকন’ এবং ‘পঞ্চসফ্ট’। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এই দুর্নীতির সঙ্গে যুক্ত ১১৪ জন পরীক্ষার্থীকে। তাঁরা নির্দিষ্ট বাসে চেপে পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিলেন। যে ১৮৬ জন পরীক্ষার্থী ট্রেনে চেপে পরীক্ষা দিতে যাচ্ছিলেন, তাঁদের নাগাল এখনও পায়নি পুলিশ।