Header AD

মীমাংসার চেষ্টা ব্যর্থ! ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক ছাড়লেন দিতিপ্রিয়া, নতুন নায়িকা নিয়ে জল্পনা

শেষমেশ মিটল না ‘অপু-আর্য’র দ্বন্দ্ব। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক ছেড়েই দিলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। সোমবার ইন্ডাস্ট্রির নিয়ম মেনে  লিখিত ‘এনওসি’ বা নো অবজেকশন সার্টিফিকেট দিয়ে ধারাবাহিক ছেড়ে দেওয়ার কথা আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দিলেন অভিনেত্রী।

জিতু কমল ও দিতিপ্রিয়ার মধ্যেকার দ্বন্দ্ব মেটাতে দফায় দফায় বসানো হয়েছিল বৈঠক। প্রযোজনা সংস্থা, চ্যানেল কর্তৃপক্ষ একাধিকবার মীমাংসার চেষ্টা করেছিলেন। তবুও শেষরক্ষা হল না। দ্বিতীয় দফায় অশান্তির শুরু থেকেই টলিপাড়ায় গুঞ্জন ছড়িয়েছিল, হয় জিতু নয়তো দিতিপ্রিয়া ধারাবাহিক ছেড়ে বেরিয়ে যেতে চাইছেন। এবার সেই গুঞ্জন সত্যি করে সোমবার আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে কোষাধ্যক্ষ সোহন বন্দ্যোপাধ্যায় বলেন, “রবিবারেও যখন দিতিপ্রিয়া তাঁর সিদ্ধান্তের কথা জানাননি, তখনও আশা করেছিলাম ইতিবাচক কিছু হলেও হতে পারে। তবে তা হয়নি।“  যদিও আর্টিস্ট ফোরাম প্রযোজনা সংস্থাকে আবেদন জানিয়েছে, কোনও ভাবে যেন ধারবাহিক বন্ধ না হয়। কারণ, এর সঙ্গে জড়িয়ে রয়েছে বহু মানুষের ভবিষ্যৎ।

তবে ঠিক কী কারণে ধারাবাহিক ছাড়তে বাধ্য হলেন দিতিপ্রিয়া? জিতুর সঙ্গে তাঁর সংঘাতই বা কী কারণে?  এই প্রশ্নের জবাবে সোহন জানিয়েছেন, “যখনই নায়ক-নায়িকার মনোমালিন্যের কথা প্রকাশ্যে এসেছে তখনই সমাজমাধ্যমে জিতুর অনুরাগীরা নায়িকাকে কটাক্ষে বিঁধেছেন। দীর্ঘ দিন ধরে একই ঘটনা ঘটায় মানসিক দিক থেকে বিপর্যস্ত হয়ে পড়েছেন অভিনেত্রী, অভিনয় করতে পারছেন না। সেই কারণেই ধারাবাহিক ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।”

অনেক দিন পরে এসভিএফ প্রযোজনা সংস্থার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় একসঙ্গে ফিরেছিলেন জিতু ও দিতিপ্রিয়া। তাঁদের রসায়ন কতটা জমবে, শুরুতে তা নিয়ে বেশ গুঞ্জনের সৃষ্টি হলেও উভয়ের অভিনয় সেই গুঞ্জনে কার্যত জল ঢেলে দিয়েছিল। বরাবরই নায়ক-নায়িকার রসায়ন দর্শককে ধারাবাহিক দেখার ক্ষেত্রে আগ্রহী করে তোলে। খবু দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছিল ধারাবাহিকটি। তার পরেও কেন এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন অভিনেত্রী এখনও এই বিষয়ে স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি। একইভাবে এই প্রসঙ্গে এখনও পর্যন্ত মুখ খোলেনেনি জিতুও।

সূত্রের খবর, সাধারণত ইন্ডাস্ট্রি এবং ফোরামের নিয়ম অনুযায়ী কমপক্ষে দুমাসের নোটিসে কাজ ছাড়তে পারেন অভিনেতা। দিতিপ্রিয়া তাঁর অপারগতা জানিয়ে সেই সময়সীমা কমিয়ে ১৫ দিন করার অনুরোধ জানান।  সেই অনুরোধও মেনেছিল সংগঠন এবং প্রযোজনা সংস্থা। রবিবার অভিনেত্রী জানিয়েছিলেন, শারীরিক ও মানসিক অসুস্থতার জেরেই নাকি তিনি অভিনয়ে যোগ দিতে পারছেন না। সেই সূত্র ধরেই  দিতিপ্রিয়ার জায়গায় উঠে আসছে একাধিক নায়িকার নাম। তালিকায় রয়েছেন সৌমিতৃষা কুণ্ডু, প্রত্যুষা পাল সহ অনেকেই। একেবারে  নতুন মুখকেও নায়িকা হিসাবে ধারাবাহিকে নিয়ে আসতে পারে প্রযোজনা সংস্থা এমনটাও শোনা যাচ্ছে।