Header AD

এসআইআর শুনানিতে ডাক পড়ল খোদ বিডিওর! ঘটনা ঘিরে জোর চর্চা মালবাজারে

এসআইআর শুনানিতে ডাক পড়ল খোদ এক ব্লকের বিডিওর। রাজ্যজুড়ে যেখানে এসআইআর প্রক্রিয়া পরিচালনার দায়িত্বে রয়েছেন বিভিন্ন ব্লকের বিডিওরা, সেখানেই এক ব্যতিক্রমী ছবি সামনে এল মাটিয়ালি ব্লকের মেটলি এলাকায়।  সাধারণ মানুষের সঙ্গে একই লাইনে দুদিন আগে দাঁড়িয়ে শুনানিতে অংশ নিতে দেখা গেল লাভা ব্লকের বিডিও ভারতী চিক বড়াইককে। এই ঘটনাকে ঘিরে জোর চর্চা মালবাজার এলাকায়। জানা যাচ্ছে, ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকায় এসআইআর শুনানিতে ডাকা হয়েছে বিডিও ভারতী চিক বড়াইকে। তাঁর পিতা কপিল চিক বড়াইক, বোন আরতি চিক বড়াইক ও ভাই প্রণব চিক বড়াইককেও ডাকা হয়। ইতিমধ্যেই বিডিও ভারতী চিক বড়াইক শুনানিতে হাজির হয়েছেন। আগামী শুনানিতে হাজির হওয়ার কথা তাঁর পরিবারের বাকি তিন সদস্যের।

সূত্রের খবর, ২০০২ সালের ভোটার তালিকায় ভারতী চিক বড়াইকের পরিবারের নাম অন্তর্ভুক্ত ছিল না এবং সেখানেই বিপত্তি তৈরি হয়। পরিবার সূত্রে জানানো হয়েছে, তাঁরা ভারতীয় নাগরিক এবং দীর্ঘদিন ধরেই মালবাজার মহকুমার জুরন্তি চা বাগান এলাকার বাসিন্দা। তাঁরা দাবি জানান, ১৯৯৯ সালে মেটলি হাসপাতাল পাড়া এলাকায় জমি কিনে বাড়ি নির্মাণ করা হয় এবং ২০০৪ সালে তাঁদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়। তার আগে একাধিকবার ভোটার তালিকায় নাম তোলার আবেদন করা হলেও তা সম্ভব হয়নি। ঘটনাকে ঘিরে প্রশাসনিক মহলের পাশাপাশি রাজনৈতিক মহলেও তীব্র বিতর্ক চলছে। এখন সকলের নজর রয়েছে এসআইআর শুনানির চূড়ান্ত সিদ্ধান্তের দিকে।