Header AD

বেলঘরিয়ার এক্সপ্রেসওয়ের গার্ডারে ত্রুটি! সংস্কারে বন্ধ থাকতে পারে ৩ মাস

তিনমাস বন্ধ থাকতে পারে বেলঘরিয়া উড়ালপুল। পুলের মোট ১২টি গার্ডারের ত্রুটি দেখা দিয়েছে। মঙ্গলবার সেতুর স্বাস্থ্য পরীক্ষায় এই ‘রোগ’ ধরা পড়েছে। দ্রুত সংস্কার শুরুর জন্য আগামী ২৬ ডিসেম্বর বৈঠকে বসবে কামারহাটি পুরসভা। তারপরই কাজ শুরুর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে। এই সংস্কারের কাজ শুরু হলে কমপক্ষে ৩ মাস লাগতে পারে বলে অনুমান করছে ওয়াকিবহাল মহল।

একদিকে বিটি রোড, অন্যদিকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ও একটু এগিয়ে যশোর রোড। নিত্যদিন এই উড়ালপুলে বহু যানবাহন চলাচল করে। তাই উত্তর শহরতলির ক্ষেত্রে বেলঘরিয়া উড়ালপুলের গুরুত্ব আলাদা করে বলার দরকার নেই!  সম্প্রতি, এই উড়ালপুলের কিছু সমস্যা নজরে আসে রেল কর্তৃপক্ষের। তাঁরাই বিষয়টি জানান রাজ্য পূর্তদপ্তর ও কামারহাটি পুরসভাকে। সেই প্রেক্ষিতেই মঙ্গলবার সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক, পুলিশ, পুরসভার কর্তারা সরেজমিনে বিষয়টি খতিয়ে দেখেন।  জানা যায়, সংস্কার প্রয়োজন উড়ালপুলের একদিকের পাঁচটি ও অন্যদিকের অংশের সাতটি গার্ডারের। দ্রুত সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে।

কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা জানিয়েছেন, “উড়ালপুল বন্ধ থাকলে সাধারণ মানুষের কিছুটা সমস্যা হবে ঠিকই, কিন্তু দুর্ঘটনা রুখতে সংস্কার জরুরি। আগামী ২৬ ডিসেম্বর পুরসভায় উচ্চ পর্যায়ের বৈঠকে বিকল্প রাস্তা কী হবে, তারও সিদ্ধান্ত নেওয়া হবে।”