Header AD

‘বিজেপির দালাল, AI দিয়ে ৫৪ লক্ষ নাম বাদ দিয়েছে’, SIR ইস্যুতে কমিশনকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের নামে রাজ্যে প্রায় ৫৪ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে কমিশন। মঙ্গলবার বড়জোড়ার সভা থেকে এর তীব্র প্রতিবাদ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কমিশনকে (Election Commission) তোপ দেগে তিনি গর্জে ওঠেন, “ওরা বিজেপির সবচেয়ে বড় দালাল। দিল্লিতে কমিশনে বিজেপির আইটি সেলের লোক বসে রয়েছেন, ইআরওদের নামে মিথ্যা কথা বলে এআই দিয়ে ৫৪ লক্ষ নাম বাদ দিয়েছে।” সেই সঙ্গে সাধারণ মানুষকে তাঁর পরামর্শ “তালিকায় নাম তোলা আপনাদের অধিকার। ফের ফর্ম ফিলাপ করবেন। এগুলি ছেড়ে দেবেন না। নাম না উঠলে মহিলারা ঘিরে বসে থাকবেন।”

সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, কমিশনের অ্যাপ ব্যবহার করে নাম বাদ দেওয়ার ক্ষেত্রে ইলেকশন কমিশনের ডিআইজি তথ্যপ্রযুক্তি পদে কর্মরত সীমা খান্নাই মূল ‘কলকাঠি’টি নাড়ছেন। এবার মঙ্গলবারেরভ সভা থেকে তৃণমূল নেত্রীও সেই একই অভিযোগ তুললেন। তিনি বলেন, “দিল্লিতে কমিশনে বিজেপির লোক বসে আছেন। তিনি ইলেকশন কমিশনের অফিসে বসে ইআরওদের নামে মিথ্যে কথা বলে, ওই নামগুলো নাম বাদ দিয়েছে। ইআরওদের অ্যাসোসিয়েশন চিঠি দিয়ে জানিয়েছে, ওরা এই কাজ করেনি।”

পাশাপাশি নাম বাদ যাওয়া ভোটারদের ফের ফর্ম পূরণের পরামর্শ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “৫৪ লক্ষে নাম বাদ গিয়েছে। তারা ৭ ও ৮ নম্বর ফর্ম ফিলআপ করবেন। এটা আপনার অধিকার।” তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দোস্তিদারের ছেলেদের হিয়ারিংয়ে ডাকা নিয়েও এদিন ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। একইসঙ্গে BLA -দের কেন শুনানি কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না সেই প্রশ্নও তোলেন তিনি। কমিশনের উদ্দেশে বলেন, “লিখিত নির্দেশিকা দিন। হোয়াটসঅ্যাপ করছে। হোয়াটসঅ্যাপের কোনও ভ্যালু নেই। আমি আদালতে যাব। জনতার ও মানুষের আদালতে যাব।”

এস আই আর আবহে রাজ্যে এখনও পর্যন্ত ৫৭ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় ক্ষুব্ধ তৃণমূল নেত্রী এদিন সভা থেকে ঘোষণা করেন ,”SIRএর বলি ৫৭ জনের স্মৃতিতে প্রতিটা জেলায় একটা করে শহীদ বেদী হবে।”