Header AD

খাস কলকাতায় BLO-কে গালিগালাজ! অভিযুক্ত ভোটারের বিরুদ্ধে কমিশনের FIR

রাজ্যজুড়ে SIR এর কাজ শেষ পর্যায়ে। বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি ও তা পূরণের পর জমা নিচ্ছেন বিএলওরা। তার মাঝেই এবার এক বিএলওকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ উঠল কলকাতার অভিজাত আবাসনের এক বাসিন্দা ভোটারের বিরুদ্ধে। নির্বাচন কমিশন ইতিমধ্যেই এফআইআর করেছে ওই অভিযুক্তের বিরুদ্ধে।

সূত্রের খবর, কলকাতার একটি অভিজাত আবাসনের বাসিন্দা নিশান্থ আহমেদ। বর্তমানে তিনি সপরিবারে অন্যত্র থাকেন । সেই কারণে তাঁর কলকাতার আবাসন আপাতত ফাঁকা। তবে তাঁরা কলকাতারই ভোটার হওয়ার কারণে বিএলও তাঁদের ফর্ম দিতে গিয়েছিলেন। এরপরই শুরু হয় বিবাদ। জানা যায়, কলকাতা ছাড়াও একাধিক ঠিকানায় ভোটার কার্ড রয়েছে ওই ব্যক্তির নামে।অভিযোগ বিষয়টি জানাজানি হতেই ফর্ম দিতে আসা বিএলওকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন নিশান্থ।এরপরই নির্বাচন কমিশন অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর করে ।

উল্লেখ্য, অক্টোবরের শেষের দিকে ইলেকশন কমিশন বাংলা-সহ দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর ঘোষণা করেছে। এরপর নভেম্বরের ৪ তারিখ থেকে শুরু হয়েছে ফর্ম বিলি। আগামী ১৬ তারিখ প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। তবে মূল তালিকা প্রকাশ হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে।