Header AD

আতঙ্কের নাম কার্বাইড বন্দুক! আলোর উৎসবে অন্ধকার নেমে এল মধ্যপ্রদেশের ১৪টি শিশুর চোখে

আলোর উৎসব দীপাবলিতেই চোখের জ্যোতি হারাল মধ্যপ্রদেশের ১৪ টি শিশু। শুধু এই ১৪ জনই নয়, আরো অনেক শিশু চোখে মারাত্মক যখম নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ভোপাল, গোয়ালিয়র, ইন্দোর, জব্বলপুরের একাধিক হাসপাতালের চক্ষু ওয়ার্ডগুলোয় এখন শিশুদের ভিড়। শুধুমাত্র ভোপালের হামিদিয়া হাসপাতালেই গত ৭২ ঘন্টায় ২৪টি শিশু ভর্তি হয়েছে বলে খবর। দেশি খেলনা বন্দুক বা কার্বাইড গান ফেটে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে।

মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গায় টিন বা পাইপের বন্দুক নিয়ে খেলতে গিয়ে ঘটছে বিপত্তি। প্লাস্টিক বা টিনের পাইপ ব্যবহার করে কার্বাইড বন্দুক তৈরি করা হচ্ছে। ভেতরে ভরা হচ্ছে দেশলাই কাঠি, বারুদ আর ক্যালসিয়াম কার্বাইড। ফলে আগুনের সংস্পর্শে এলেই সেগুলি ফেটে যাচ্ছে এবং চোখের ক্ষতি করছে। বিস্ফোরণের ফলে ধাতব টুকরো, কার ভাইদের বাসকো রেটিনা পুড়িয়ে দিচ্ছে। হলে অনেক কিছুই পুরোপুরি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছে।
তবে শুধু চোখেই নয়, শরীরের অন্যান্য অঙ্গে মারাত্মক আঘাত নিয়েও ভর্তি হচ্ছে শিশুরা। তবে চোখে আঘাতের সংখ্যাই বেশি। গত তিন দিনে এই রাজ্যের প্রায় ১২২টি শিশু চোখে আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি। পুলিশ সূত্রে খবর, মেলা ও রাস্তার ধারে বিভিন্ন দোকানে বন্দুক গুলি বিক্রি হচ্ছিল। অনেকে ভিডিও দেখে বাড়িতেও তৈরি করার চেষ্টা করছে। দাদা তার অভিযোগ আসার পর এই বন্দুক বিক্রি বন্ধ করে দিয়েছে সরকার। তারপরও অনেক জায়গায় বেআইনিভাবে এই বন্দুক বিক্রির অভিযোগ উঠছে। ইতিমধ্যে পুলিশ ছয় জনকে গ্রেফতারও করেছে। স্থানীয় পুলিশ কর্তা জানিয়েছেন আমরা ধরপাকড় শুরু করেছি। এই বন্দুক বিক্রি করা নিষিদ্ধ। যারা এটি করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।