যাত্রী সুরক্ষা জোরদার করতে এবার দূরপাল্লার ট্রেনে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ শুরু করেছে আরপিএফ (RPF)। আরপিএফের খড়গপুর ডিভিশন সূত্রে জানা গিয়েছে চলন্ত ট্রেনের মধ্যে নজরদারি বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দূরপাল্লার ট্রেনে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ শুরু করে দিয়েছে রেল কর্তৃপক্ষ। আরপিএফ সূত্রে আরও জানা গিয়েছে, আগামী মাস ছয়েকের মধ্যেই রেলের খড়গপুর ডিভিশনের প্রতিটি দূরপাল্লার ট্রেনের কামরায় সিসিটিভি ক্যামেরা বসতে চলেছে। ডিভিশনের সাঁতরাগাছি রেল কোচ ডিপোতেও খড়গপুর ডিভিশনের অধীনে থাকা বিভিন্ন দূরপাল্লার ট্রেনের কামরায় সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ চলছে। তার সঙ্গে নতুন করে যে সমস্ত এলএইচবি ও আইসিএফ কোচ তৈরি হচ্ছে, সেখানেও সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, প্রাথমিকভাবে প্রতিটি ট্রেনের ভিতরে প্রতিটি কামরায় চারটি করে সিসিটিভি ক্যামেরা বসানো হবে। আরপিএফের দাবি, এর মাধ্যমে ট্রেনের ভিতরে যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনার উপর নজরদারি করতে সুবিধা হবে। এমনকী, দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজও সহজ হবে। বস্তুত, পর্যাপ্ত বাহিনীর অভাবে অধিকাংশ ট্রেনের ভিতরে যথাযথ সুরক্ষা দিতে পারছে না আরপিএফ। অরক্ষিত ট্রেনে বারবার অপ্রীতিকর ঘটনা ঘটছে বলে অভিযোগ উঠেছে। বিপদের মুখে পড়তে হচ্ছে রেলযাত্রীদের। গত সপ্তাহে এমনই এক অপ্রীতিকর ঘটনা ঘটে গিয়েছে ধৌলি এক্সপ্রেসে। ছিনতাইয়ে বাধা দিতে গিয়ে নিজের হাত খুইয়েছেন এক মহিলা যাত্রী।
এই ঘটনার পর থেকেই রেলযাত্রার নিরাপত্তা নিয়ে আরও একবার প্রশ্ন উঠেছে । এই ধরনের পরিস্থিতি মোকাবিলায় এবার ট্রেনের কামরার ভিতরে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
এদিকে, রেলসূত্রে জানা গিয়েছে, মাস চারেক আগেই রেল বোর্ডের পক্ষ থেকে এই ব্যাপারে একটি নির্দেশিকা এসেছিল। তাতে ঠিক হয়েছে দেশের প্রতিটি ট্রেনের কামরার ভিতরেই সিসিটিভি ক্যামেরা বসানো হবে। দেশজুড়ে মোট ৭৪ হাজার ট্রেনের কামরার ভিতরে সিসিটিভি ক্যামেরা বসানো হবে। তবে শুধু দূরপাল্লার ট্রেন নয়, যাত্রী সুরক্ষার জন্য লোকাল ট্রেনগুলিতেও অদূর ভবিষ্যতে কামরায় সিসিটিভি ক্যামেরা বসানো হবে বলে জানা গিয়েছে।





