আগামী সোম ও মঙ্গলবার ছট পুজো। সংসারে শ্রীবৃদ্ধি ও মঙ্গল কামনায় সূর্য ও দেবী ষষ্ঠীর আরাধনা করেন অবাঙালিরা। পূজো উপলক্ষে বিভিন্ন খাটে নিষেধাজ্ঞা জারি হয়েছে। অনেকে গঙ্গায় পুজো সারার উদ্দেশ্যে যাবেন। মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে ওই দুদিন চক্ররেলের পরিষেবা নিয়ন্ত্রণ করার কথা ভাবছে রেল। বিজ্ঞপ্তি দিয়ে সে কথা জানাল শিয়ালদহ ডিভিশন।
সৌম্য মঙ্গলবার চকোরেলের একাধিক ট্রেনের গতিপথ বদল করা হয়েছে। সোমবার চক্রবেলের একাধিক ট্রেন চলবে কলকাতা স্টেশন পর্যন্ত। রুট চেটে একটি লোকাল বারাসত পর্যন্ত চালানো হবে। এই পুজো উপলক্ষে বেশ কিছু লোকাল ট্রেনও ঘুরপথে চালানো হবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানিয়েছে শিয়ালদহ ডিভিশন। এমনকি নটি লোকাল বাতিলও করা হয়েছে। সোমবারের পরে মঙ্গলবারেও একই রুটে চলবে চক্ররেল।
প্রসঙ্গত দমদম স্টেশন থেকে প্রিন্সেপ ঘাট পর্যন্ত চলে চক্র রেল বা সার্কুলার লাইন। পরবর্তীকালে প্রিন্সেপ ঘাট থেকে বালিগঞ্জ হয়ে মাঝেরহাট পর্যন্ত সংযুক্ত হয়েছে এই রেল লাইন। বাগবাজার, শোভাবাজার, বড়বাজার, ইডেন উদ্যান, প্রিন্সেপ ঘাট স্টেশনগুলি গঙ্গার পার সংলগ্ন এলাকায়। মূলত এই লাইনে যাতায়াত করেন অফিস যাত্রীরা। সম মঙ্গলবার এই রুটে পরিবর্তন হওয়ায় নিত্যযাত্রীদের চরম ভোগান্তির মধ্যে পড়তে হতে পারে।





