মালদহ ও মুর্শিদাবাদ জেলার দীর্ঘদিনের অন্যতম সমস্যা হল নদীর পাড় ভাঙন। এর আগেও বহুবার নদী ভাঙ্গন নিয়ে মালদাবাসীর জীবনে নানা সমস্যার কথা তুলে ধরেছিলেন মুখ্যমন্ত্রী। আবারও মালদহের গাজলের সভা থেকে সেই ভাঙন ইস্যু নিয়ে কেন্দ্রকে তোপ দাগলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নদী ভাঙ্গন নিয়ে সরাসরি অভিযোগ করেছিলেন তিনি। তারপরও কেন্দ্রের বিজেপি সরকার কিছু করেনি এ বিষয়ে। ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে নদী ভাঙ্গন রোধে ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মালদহের জনসভা থেকে জোর গলায় সেই কথা বারবার তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বহুবার বলার পরও কেন্দ্রের তরফে ফরাক্কায় ড্রেজিং করা হয় না বলে অভিযোগও তুললেন মুখ্যমন্ত্রী।
বুধবার মালদহের গাজলে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকে এবার নদী ভাঙন ইস্যুতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে তীব্র আক্রমণ শানালেন তিনি। জনসভা থেকে তিনি বলেন, “গঙ্গা আমাদের হাতে নেই। ভাঙন রোধের দায়ভার সম্পূর্ণ কেন্দ্রের হাতে।” কিন্তু কেন্দ্রের তরফে মালদহ ও মুর্শিদাবাদের ভাঙন রোধে কোনওরকম ব্যবস্থা নেওয়া হয়নি। কেন্দ্রের তরফে কোনও পদক্ষেপই করা হয় না। আরও একবার সেই অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে তিনি বলেন, ভাঙন প্রতিরোধ করার জন্য রাজ্যে সরকারের তরফে ইতিমধ্যেই ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ফরাক্কার ব্যারাজে দীর্ঘ সময় ধরে পলি জমার কারণে নাব্যতা হারাচ্ছে। কেন্দ্রের কাছে এই বিষয়ে একাধিকবার আবেদন করা হয়েছিল। কিন্তু তবুও কোনও পদক্ষেপই নেওয়া হয়নি।’ ভাঙনে দুর্গতদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে ও দুর্গতদের পরিবারের জন্য আর্থিক সাহায্যের ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী। মালদহের গাজলের মাটিতে দাঁড়িয়ে আরও একবার সেই বার্তাই দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।





