Header AD

দুই দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, করবেন মহাকাল মন্দিরের শিলান্যাস, প্রশাসনিক তৎপরতা তুঙ্গে

দুই দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রশাসনিক সূত্রের খবর , আগামী শুক্রবার ১৬ জানুয়ারি তিনি শিলিগুড়ি লাগোয়া মাটিগাড়া এলাকায় প্রস্তাবিত ‘মহাকাল মহাতীর্থ’ তথা মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন। উত্তরবঙ্গের ধর্মীয় সংস্কৃতি ও পর্যটন সম্ভাবনাকে একত্রিত করতেই রাজ্য সরকারের এই উদ্যোগ বলে জানা যাচ্ছে।

মুখ্যমন্ত্রীর সফর ঘিরে ইতিমধ্যেই মাটিগাড়া এবং আশপাশের অঞ্চলে প্রস্তুতি শুরু হয়ে গেছে। বুধবার নবান্নের তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফে সফরসূচি সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাতে জানানো হয়েছে, শুক্রবার বিকেল চারটে নাগাদ শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ ও স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্তারা গত কয়েকদিন ধরে অনুষ্ঠানস্থল পরিদর্শন করে প্রস্তুতির অগ্রগতি খতিয়ে দেখছেন। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হচ্ছে।
মাটিগাড়ার কর্মসূচি শেষ করে মুখ্যমন্ত্রী রওনা দেবেন জলপাইগুড়ির উদ্দেশে। সফরের দ্বিতীয় দিন, অর্থাৎ ১৭ জানুয়ারি, সেখানে কলকাতা হাই কোর্ট-এর সার্কিট বেঞ্চের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর উপস্থিত থাকার কথা। ওই অনুষ্ঠানে দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত উপস্থিত থাকতে পারেন বলে প্রশাসনিক মহলে আলোচনা চলছে।

স্থানীয় প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, মহাকাল মন্দির প্রকল্পকে কেন্দ্র করে এলাকার বাসিন্দাদের মধ্যে প্রবল উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। ভবিষ্যতে উত্তরবঙ্গের পর্যটন মানচিত্রে এই ধর্মীয় কেন্দ্রটি গুরুত্বপূর্ণ জায়গা করে নেবে বলে আশা করা হচ্ছে। শুক্রবারের শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যের একাধিক মন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে। সব মিলিয়ে এই কর্মসূচিকে ঘিরে শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় প্রশাসনিক তৎপরতা এখন তুঙ্গে।