Header AD

বাংলার ছোটপর্দাকে মুখ্যমন্ত্রীর পথনির্দেশিকা- ‘টেলিভিশনের সবচেয়ে বড় দিক হোক মানবিক, সামাজিক চেতনা ও সুশিক্ষা’

টেলিভিশনের সবচেয়ে বড় দিক হোক মানবিক, সামাজিক চেতনা ও সুশিক্ষা- টেলি একাডেমী অ্যাওয়ার্ড (Tele Akademy Award)অনুষ্ঠানে এসে বাংলার ছোটপর্দার জন্য নতুন দিক নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দয়োপাধ্যায় (Mamata Banerjee)। এদিন অনুষ্ঠানে হাজির হয়ে বাংলা টেলিভিশনের নির্মাতা-নির্দেশক কলা কুশলীদের উদ্দেশ্যে তাঁর বার্তা- “টক-ঝাল- মিষ্টি-নোনতা সবই থাকবে। কিন্তু কখনও কখনও কিছু কিছু কাজের মধ্যে দিয়ে যেন সামাজিক চেতনা বৃদ্ধি পায়। আমাদের এই মাটি স্বাধীনতা আন্দোলন , নবজাগরণের জন্ম দিয়েছিল। আমি সেই এই মাটিকে চেনানোর জন্য সামাজিক চেতনার কথা বলছি।”

বুধবার ধনধান্য অডিটোরিয়ামে বাংলা টেলি একাডেমী অ্যাওয়ার্ড শো অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলার টেলিভিশনের নির্মাতা , নির্দেশক, কলা কুশলীদের সম্মানিত করা হয়। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সিরিয়াল দেখার কথা জানিয়ে বলেন, আমি নিজেও সিরিয়াল দেখি। টিআরপি বাড়াতে হবে তাই এখানে কেউ পজিটিভ, কেউ নেগেটিভ। এখানে কর্মপ্লাবন সৃষ্টি হয়। শিল্পীরা দিনরাত কাজ করেন। তাঁদের ছুটি নেই। টেলিভিশনের কাজ মানুষকে বিনোদন দেওয়া। বিশেষত যাঁরা বাড়িতে থাকেন, তাঁদের তো টিভি না দেখে দিন কাটে না।” এই কথার সূত্র ধরেই রাজ্যের প্রশাসনিক প্রধানের সাবধানবাণী, “বর্তমানের অনেক নতুন চিন্তাধারার গল্প হচ্ছে, আগে যেগুলো মানুষ নিতেন না এখন সেসব কাজ হচ্ছে। অনেক মানুষ একা থাকেন, তাঁদের জীবনটা যেন শেষ না হয়ে যায়, সকলে যেন ভালোভাবে বাঁচতে পারেন, সেদিকে আমাদের সকলকে নজর রাখতে হবে।”