আগামী ১ ফেব্রুয়ারি থেকে তামাকজাত পণ্যের ওপর নতুন জিএসটি কার্যকর হচ্ছে। বুধবার বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানাল নরেন্দ্র মোদির সরকার। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী এই ধরনের পণ্যের ওপর ৪০ শতাংশ জিএসটি বসতে চলেছে। সঙ্গে বসছে অতিরিক্ত হেলথ অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি সেস। এখানেই শেষ নয়। এর সঙ্গে যোগ হবে অতিরিক্ত এক্সাইজ ডিউটি। তিন ধরনের শুল্কর সঙ্গে জিএসটি বাড়ায় পরের পরিমাণ বেশ খানিকটা বাড়ছে। হলে সিগারেটসহ অন্যান্য তামাক জাতীয় দ্রব্যের দাম অনেকটাই বাড়তে চলেছে। কোনও কোনও পণ্যের দাম বৃদ্ধির পরে দ্বিগুণও হতে পারে। কেন্দ্রের এই বিজ্ঞপ্তি প্রকাশের পর আজ আইটিসির শেয়ার বাজারে ধস নেমেছে। পণ্যগুলির উপর যে অতিরিক্ত শুল্ক আরোপ করার কথা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, সেটাই এবার কার্যকর হতে চলেছে। বিড়ি সিগারেট তথা অন্যান্য তামাকজাত পণ্যকে ‘পাপ পণ্য ‘ হিসেবে চিহ্নিত করেছে। এই মুহূর্তে রয়েছে তামাক, গুটখা, পান মশলা, মদ ও কোল ড্রিংকের মতো সামগ্রী। নতুন ডিসেম্বরে সংসদে দুটো আলাদা বিল পাশ হয়েছিল। সেখানে এই সংক্রান্ত সিদ্ধান্তগুলো নেওয়া হয়। বিশ্বজুড়ে বহু দেশ জনকল্যাণের পাশাপাশি রাজস্ব বৃদ্ধির জন্য এই ধরনের পণ্যের ওপর বেশি কর আরোপ করে। ভারতও এ ধরনের পণ্যের উপর সর্বোচ্চ জিএসটি ধার্য করে এসেছে। কর্মসংস্থানের পাশাপাশি এই তামাকজাত দ্রব্য থেকেই ভারত সরকার তার মোট রাজস্বের ৩ শতাংশ আদায় করে।





