ভারতের প্রথম ও একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ১০৮ তম জন্মবার্ষিকী হল আজ বুধবার। তাঁর জন্মদিবসে নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শ্রদ্ধা জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ”ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকীতে তাঁর প্রতি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।”আর অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, ”ইন্দিরা গান্ধীজির জন্মবার্ষিকীতে সশ্রদ্ধ প্রণাম।”

১৯১৭ সালের ১৯ নভেম্বর কাশ্মীরি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন ইন্দিরা গান্ধী। ১৯৫৯ সালে ইন্দিরা গান্ধী কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। ১৯৬৬ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত প্রধানমন্ত্রিত্ব পদ সামলানোর পর, ১৯৭৭ সালে জরুরি অবস্থা শেষ হওয়ার পরেই তিনি ক্ষমতা হারান। সেই সময় তিনি পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন করার আন্দোলনে বাংলাদেশকে সমর্থন করেছিলেন। সেই সময় বহু রকমের পুরস্কারে সম্মানিত হয়েছিলেন ইন্দিরা গান্ধী। দেশের সেরা অসামরিক পুরস্কার ভারতরত্নও অর্জন করেছিলেন তিনি। ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের যুদ্ধজয়ের পর তাঁকে ভারতরত্ন পুরস্কারে সম্মানিত করা হয়। ১৯৮৪ সালে আততায়ীর গুলিতে প্রাণ হারান তিনি।





