Header AD

মুখ্যমন্ত্রীর চিঠি ও বাসিন্দাদের আপত্তি! জোড়া ফলায় আবাসনে বুথ তৈরিতে পিছু হঠল কমিশন

বহুতল আবাসনে ভোটকেন্দ্র তৈরীর যে পরিকল্পনা নিয়েছিল নির্বাচন কমিশন, আপাতত তা থেকে সরে দাঁড়াল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শাসক দলের অনেকেই কমিশনের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন। এই সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ জানিয়ে নির্বাচন কমিশনে চিঠিও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আবাসনে ভেতরে বুথ তৈরির জন্য জেলা শাসকদের কাছে রিপোর্ট চেয়েছিল কমিশন। কিন্তু সোমবার সন্ধ্যে পর্যন্ত দুটি জেলা ছাড়া আর কেউই রিপোর্ট জমা দেয়নি। সূত্রের খবর জেলা শাসকরা জানিয়েছেন আবাসন এবং রাজনৈতিক দলগুলির মধ্যে এই নিয়ে কোন আগ্রহ নেই। তাই কমিশন সিদ্ধান্ত নিয়েছে আপাতত বুট তৈরির পরিকল্পনা থেকে তারা সরে দাঁড়াচ্ছে। এ প্রসঙ্গে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, যেসব আবাসনে বহু জাতি ধর্ম ভাষার মানুষ বসবাস করেন সেখান থেকে আপত্তি এসেছে। আবাসনের বাসিন্দারা নিজেদের শান্তি ও প্রাইভেসি বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছিলেন। আমরাও প্রথম থেকে আপত্তি জানিয়েছিলাম।বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমারকে জোড়া চিঠি দিয়ে এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছিলেন। তারই ফলে কমিশন পিছু হঠল।”