Header AD

দক্ষিণবঙ্গ জুড়ে শৈত্য প্রবাহের আশঙ্কা! ১০-এর ঘরেই কলকাতার পারদ, ১২৭ বছরের রেকর্ড ভাঙবে কি?

চলতি মরসুমের শীতলতম দিন ছিল মঙ্গলবার। শহরের তাপমাত্রা নেমে গিয়েছিল ১০.২ ডিগ্রি সেলসিয়াসে। বুধবারও ১০-এর ঘরেই রয়েছে কলকাতার পারদ। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা থেকে ৩.৭ ডিগ্রি সেলসিয়াস নীচে। তবে কি ১২৭ বছরের রেকর্ড ২০২৬-এর জানুয়ারির শীত ভাঙতে চলেছে? সেরকমই মনে করছেন আবহাওয়াবিদরা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে এমনই জাঁকিয়ে শীতের অনুভূতি থাকবে। পাশাপাশি কলকাতা-সহ বেশির ভাগ জেলায় ভোরের দিকে কুয়াশাও থাকবে। শৈত্যপ্রবাহ এবং ‘শীতল দিন’-এর পরিস্থিতি থাকবে দক্ষিণ ও পশ্চিমের বেশ কিছু জেলায়।

বছর শেষের সময় থেকেই হুড়মুড়িয়ে পারা পতন চলছে। নতুন বছরেও কনকনে ঠান্ডায় জবুথবু অবস্থা। একাধিক জেলায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। শৈত্য প্রবাহ ও শীতল দিনের পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের ২ জেলা বীরভূম ও পূর্ব বর্ধমানে । আরও ৬ জেলা হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ায় রয়েছে শীতল দিনের পরিস্থিতি। এই জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে। স্বাভাবিকের তুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ৪.৫ ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে। কনকনে ঠান্ডার অনুভূতি। দক্ষিণবঙ্গে আরও দুই দিন শৈত্য প্রবাহ ও শীতল দিনের পরিস্থিতি বজায় থাকবে বলেও জানা যাচ্ছে।

আগামী তিন দিন ঘন কুয়াশার সতর্কবার্তা উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। শনিবার পর্যন্ত সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। ঘন কুয়াশার সতর্কবার্তা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে। কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে বলে পূর্বাভাস। দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঘন কুয়াশার সতর্কবার্তা। মুর্শিদাবাদ ও নদিয়াতে কুয়াশাচ্ছন্ন আকাশ থাকবে বেলা পর্যন্ত। কলকাতা-সহ বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা।

উল্লেখ্য, মঙ্গলবার শহরে শীতলতম দিন ছিল কলকাতায়। এদিন পারদ নেমে যায় ১০ ডিগ্রিতে। ১৮৯৯ সালে ২০ জানুয়ারি শহরে পারদ নেমেছিল ৬ ডিগ্রির ঘরে। সেটাই ছিল কলকাতার সবথেকে শীতলতম দিন। এরপর একাধিকবার পারদ একক সংখ্যায় নেমেছিল। কিন্তু ১৮৯৯ সালের রেকর্ড ছুঁতে পারেনি। তবে এবার যে হারে পারদে ধস নেমেছে তাতে মনে করা হচ্ছে জানুয়ারির শীত সেই রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।