Header AD

SIR এর নামে NRC করার চক্রান্ত ! ‘আগুন নিয়ে খেলবেন না’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

পুজো মিটতেই বাংলায় এসআইআরের তোড়জোড় শুরু করেছে নির্বাচন কমিশন। SIR-এর বিরোধিতায় ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বৃহস্পতিবার নবান্ন সভাঘর থেকে সাংবাদিক বৈঠক করে তাঁর সাফ হুঁশিয়ারি, ”তাড়াহুড়োয় কাজ করতে গিয়ে যদি কোনও সম্প্রদায়ের কোনও নাগরিকের নাম বাতিল হয়, তাহলে বলব, আগুন নিয়ে খেলবেন না। এখন বাংলায় দুর্যোগ পরিস্থিতি। বন্যায় মানুষের ঘরবাড়ি, কাগজপত্র সব ভেসে গিয়েছে। কোথা থেকে মানুষ কাগজ দেবে?” নদিয়ার দুই নাগরিক এনআরসি নোটিস পেয়েছেন পুজোর মধ্যে। সেই তথ্য জানিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুললেন, ”এসআইআরের নামে কেন এনআরসি নোটিস পাঠাল? কোন অধিকারে বাংলার মানুষকে অসম সরকার এই নোটিস পাঠাচ্ছে? সামনে এসআইআর আর পিছনে কী? এনআরসি করবেন গায়ের জোরে? গায়ের জোরে বাংলা দখল করা যাবে না।“

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের প্রশাসনিক প্রধান অভিযোগ করেন, “জোর করে এসআইআর করানোর জন্য নির্বাচন কমিশনের আধিকারিকদের হুমকি দেওয়া হচ্ছে। তাঁরা আবার বিএলওদের হুমকি দিচ্ছে এসআইআর করার জন্য।এসআইআর-এর নামে ভোট কাটার চক্রান্ত চলছে।কেন্দ্রীয় এজেন্সিগুলি দিয়ে গৌরিকীরণের চেষ্টা  করছে বিজেপি।ভোট না থাকলেও অফিসারদের ডেকে বৈঠক কেন ? নির্বাচন ছাড়া কেন্দ্রে সরকারের আর কোনও কাজ নেই।মানুষ দুর্যোগে আছেন, দু মাসের মধ্যে মানুষ কীভাবে সমস্ত তথ্য দেবে ?” বুধবারের পর বৃহস্পতিবারও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে মিরজাফর বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, “দিল্লিতে একজন মীরজাফর আছেন।রাজ্যকে টাকা দেন না নির্বাচনের সময় শুধু টাকা বেরোয়। আমি নিজে শুনেছি স্বরাষ্ট্রমন্ত্রী একটা মিটিংয়ে অনেক নাম বাদ দেওয়ার নির্দেশ দিয়ে গেছেন। নাম বাদ দেওয়ার ওরা কে?”

প্রসঙ্গত, নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল এই মুহূর্তে রাজ্য এসেছে। সেই প্রতিনিধিদলে রয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ ভারতী। বৃহস্পতিবার কোলাঘাটে বিএলওদের নিয়ে বৈঠক করে নির্বাচন কমিশন। এই নিয়েও মুক্ষ্যমন্ত্রী তোপ দাগেন। তাঁর বক্তব্য, “এখনও কমিশনের অধীনে যায়নি রাজ্য। তাহলে কেন এখনই বিএলওদের ডেকে বৈঠক?”এরপরই মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, “আগুন নিয়ে খেলবেন না। যেকোনও অ্যাকশনের জন্য আমরা তৈরি।“নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করে তিনি বলেন, রাজ্যের সিইও-র বিরুদ্ধেও অনেক দুর্নীতির অভিযোগ আছে। সময় হলে বলব।”