অবশেষে আদালতের নির্দেশে কাটতে চলেছে চিংড়িহাটা মেট্রো (Kolkata Metro) প্রকল্পের জট! পিলার নির্মাণের সময়সীমা বেঁধে দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার ছিল মামলার শুনানি। সেখানেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি স্পষ্ট নির্দেশ দেন , আগামী ১৫ ফেব্রুয়ারির আগেই চিংড়িহাটা মেট্রোর পিলার নির্মাণের কাজ শেষ করতে হবে। এই সময়সীমার মধ্যেই তিন রাত ট্রাফিক নিয়ন্ত্রণ করবে রাজ্য। আর তা কোন কোন তারিখে করা হবে, সেই তথ্য আগামী ৬ জানুয়ারির মধ্যে নির্মাণকারী সংস্থা আরভিএনএলকে জানাতে হবে বলেও নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট।
নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রো লাইনের সম্প্রসারণের কাজ আটকে রয়েছে চিংড়িঘাটায়। মাত্র ৩৬৬ মিটার অংশে কাজ বাকি। তা শেষ করার জন্য রাস্তা বন্ধ রেখে কাজ করতে হবে। কিন্তু তার অনুমতি পাওয়া যাচ্ছে না। আর সেই কারণেই আদালতে চলছে মামলা। এর আগে একাধিক বার চিংড়িঘাটা নিয়ে রাজ্য, কেন্দ্র, নির্মাণকারী সংস্থা আরভিএনএল-সহ সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতিনিধিদের সদর্থক বৈঠকের নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। বলা হয়েছিল, জনগণের স্বার্থের কথা মাথায় রেখে এই জটিলতার সমাধানসূত্র বার করতে হবে। গত ১৭ ডিসেম্বর দ্বিতীয়বারের জন্য বৈঠকে বসেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। তার পরেই রাজ্য জানিয়েছিল, এই মুহূর্তে রাস্তা বন্ধের অনুমতি দেওয়া যাচ্ছে না। জানুয়ারি মাসেও তা সম্ভব নয়। ফেব্রুয়ারির আগে চিংড়িঘাটা মেট্রোর কাজ করা যাবে না।
এরপরেই জানুয়ারি মাসে এই কাজ করা সম্ভব কিনা তা রাজ্যকে জানাতে নির্দেশ দেয় হাই কোর্ট। এই প্রেক্ষাপটে এদিন মামলার শুনানিতে চিংড়িহাটায় মেট্রো প্রকল্পের পিলার নির্মাণে সময়সীমা বেঁধে দিল হাই কোর্ট। এখন দেখার আদালতের নির্দেশে শেষপর্যন্ত চিংড়িহাটা মেট্রো প্রকল্পের জট কাটে কিনা।





