Header AD

প্রবল গতিতে মঙ্গলবার স্থলভাগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘মন্থা’ ! সতর্কতা জারি কলকাতাতেও

বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া নিম্নচাপটি ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করে সোমবার পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। মঙ্গলবার প্রবল ঘূর্ণিঝড় হয়ে আছড়ে পড়তে পারে অন্ধ্র উপকূলের স্থলভাগে। এর জেরে দক্ষিণবঙ্গের বেশ কয়েক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে আলিপু আবহাওয়া দপ্তর। কলকাতাতেও রয়েছে ঝড়বৃষ্টির সতর্কতা। সপ্তাহের মাঝামাঝি সময়ে ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।

হাওয়া অফিস শনিবার বিশেষ বুলেটিন প্রকাশ করে জানিয়েছে, শনিবার ভোরে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলটি নিম্নচাপে পরিণত হয়েছে। ক্রমে তা শক্তি বৃদ্ধি করছে। বর্তমানে সেই নিম্নচাপ এখন রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ার থেকে ৪৪০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে । অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে ৯৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, তামিলনাড়ুর চেন্নাই থেকে ৯৭০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে, অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া থেকে ৯৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ও়ড়িশার গোপালপুর থেকে ১০৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্ব দিকে রয়েছে নিম্নচাপটি। রবিবার তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। সোমবার দক্ষিণ-পশ্চিম এবং মধ্য-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। মঙ্গলবার সকালে তা প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ওই রাতে অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম এবং কলিঙ্গপতনমের মাঝে কাকিনাড়ার কাছে ওই ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে পড়তে পারে বলেই খবর। তখন তার গতি থাকবে ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার। দমকা হাওয়ার বেগ হতে পারে ১১০ কিলোমিটার পর্যন্ত।

প্রসঙ্গত, হাওয়া অফিস সূত্রে খবর রবিবার দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণের সব জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বুধ এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে। বুধবার হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।

অন্যদিকে রবি এবং সোমবার উত্তরের জেলা গুলিতে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। মঙ্গলবার থেকে শুক্রবার উত্তরের আট জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও হতে পারে ভারী বৃষ্টি। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়ার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার উত্তরের আট জেলাতেই রয়েছে হলুদ সতর্কতা। এর মধ্যে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদহে হতে পারে ভারী বৃষ্টি। শুক্রবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হতে পারে ভারী বৃষ্টি।