Header AD

শহরের হোটেল থেকে যুবকের পচাগলা দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

আবারও শহরের বুকে খুন ? শুক্রবার পার্ক স্ট্রিটের একটি হোটেল থেকে উদ্ধার যুবকের পচাগলা দেহ। রফি আহমেদ কিদওয়াই রোডের হোটেল রুমের ভেতরে বক্স খাটের ভিতর থেকে উদ্ধার করা হয় পচাগলা দেহটি। যুবকের মৃত্যু ঘিরে এখনও ধোঁয়াশা রয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান ওই ব্যক্তিকে খুন করা হয়েছে। দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। রিপোর্ট এলে তবেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

জানা গিয়েছে , ওই ব্যক্তি চলতি মাসে গত ২২ তারিখ হোটেলে আসেন। তাঁর সঙ্গে আরও কয়েকজন ছিল বলেই খবর। পরে অবশ্য সেই সঙ্গীরা হোটেল থেকে চলে যান। এরপর একদিন কেটে গেলেও রুম থেকে কোনও সাড়া পাওয়া যাচ্ছিল না। শুক্রবার সকালে হোটেলের কর্মীরা দরজা খুলতেই পচা গন্ধ পান ।তারপর বক্স খাট খুলতেই মেলে দেহ। হোটেল থেকে খবর দেওয়া হয় পুলিশে। হোটেল ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবকের নাম পরিচয় জানা যায়নি।