অষ্টমীর সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ। কিন্তু দুপুরের শুরুতেই সেই চিত্র বদলে গেল! দুপুর গড়াতে না গড়াতেই শহরের আকাশ কালো মেঘে ঢেকে গেল। নামল ঝেঁপে বৃষ্টি। সঙ্গে মেঘের গর্জন। বেশ কিছুক্ষণ শহরে অবিরাম ধারাপাতে জলও জমতে শুরু করেছে কোথাও কোথাও। বৃষ্টির দাপট উত্তরের তুলনায় শহরের দক্ষিণেই বেশি। উত্তরে ছিটে ফোঁটা বৃষ্টি শুরু হলেও দক্ষিণে মুষলধারে বৃষ্টি চলছে।সকাল সকাল যারা রোদের আভাস দেখে অঞ্জলি সেরে প্যান্ডেল হপিংয়ে বেরিয়েছিলেন, তাঁরা বৃষ্টি থেকে মাথা বাঁচাতে হুড়মুড়িয়ে আশ্রয় নিলেন বিভিন্ন মণ্ডপে। বৃষ্টির তোড় দক্ষিণ কলকাতাতেই বেশি। আকাশের দিকে তাকালে বোঝা যাচ্ছে, মেঘে ঢেকে গিয়েছে নীলাকাশ। অর্থাৎ এখনই বৃষ্টি থেকে রেহাই নেই। তবে হাওয়া অফিস সূত্রের খবর বিকেলের দিকে জোরালো বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তাই আশায় বুক বেঁধেছেন উৎসবমুখর আমজনতা।





