Header AD

অসুস্থতা সত্ত্বেও মেলেনি রেহাই! মালদহের ইংলিশবাজারে SIR এর কাজের চাপে বিলও’র মৃত্যু

অসুস্থ থাকা সত্ত্বেও SIR এর কাজের চাপ থেকে রেহাই মেলেনি BLO সম্পৃতা চৌধুরী সান্যালের। বুধবার ভোররাতে মৃত্যু হল তাঁর । মালদহের ইংরেজবাজার পুরসভার ফুলবাড়ি পাকুরতলা এলাকার বাসিন্দা তিনি। পরিবারের দাবি, এসআইআরের চাপের কারণেই এই মৃত্যু। জানা গিয়েছে, আইসিডিএস কর্মী সম্পৃতা চৌধুরী সান্যাল। তিনি ইংরেজবাজার পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ১৬৩ নম্বর বুথের বিএলও’র দায়িত্ব পালন করছিলেন। মৃতার স্বামী বলেন, প্রচণ্ড কাজের চাপ ছিল। তার মধ্যে তীব্র শীত। গত কয়েকদিন ধরে অসুস্থ হয়ে পড়েছিল সম্পৃতা। ডাক্তার দেখানো হয়েছিল। চিকিৎসক বিশ্রাম নিতে বলেছিলেন। কিন্তু এসআইআর-এর কাজের প্রবল চাপে সেটা সম্ভবপর হয়নি। ফলে অসুস্থতা সত্ত্বেও কাজ করতে গিয়ে সমস্যা আরও বাড়ে। আজ (বুধবার) ভোরে মৃত্যু হয়েছে সম্পৃতার।

খবর পেয়েই মৃতার বাড়িতে ছুটে যান ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গায়ত্রী ঘোষ। তিনিও ঠিক একই অভিযোগ করেন। গায়ত্রী বলেন, ‘নির্বাচন কমিশনের অতিরিক্ত চাপের ফলেই বিএলওরা অসুস্থ হয়ে পড়ছেন। যার পরিণতি ভয়ংকর হচ্ছে। যদিও এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। এপ্রসঙ্গে বিজেপি দক্ষিণ মালদহ সাংগঠনিক জেলার সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, যেকোনও মৃত্যু দুঃখজনক। তবে সব দায় নির্বাচন কমিশনের উপর চাপিয়ে দিলে হবে না।