কলকাতার অন্যতম নামী পুজো বেহালা নতুন দলের দুর্গোৎসব। বরাবরই মানুষের ঢল নামে এই পুজোকে কেন্দ্র করে। সেই পূজাতেই এবার বড় বিপর্যয় ঘটে গেল। ভিড়ের চাপে অসুস্থ হয়ে মৃত্যু হল এক মহিলার। সপ্তমীর রাতে প্রায় ১২টা নাগাদ বেহালা নতুন দলের রায় বাহাদুর রোডের এক্সিট গেটে ৪৬ বছরের এক মহিলা হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। তিনি অজ্ঞান হয়ে পড়লে, কর্তব্যরত পুলিশ এবং তাঁর সঙ্গে থাকা পরিবারের লোকেরা তাঁকে সিপিআর (CPR) দেন। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সঙ্গে সঙ্গে পুলিশের গাড়িতে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে হাঁপানির রোগী ছিলেন এবং একইসঙ্গে স্থূলতাজনিত সমস্যায়ও ভুগছিলেন। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ অবশ্য ময়নাতদন্তের পর জানা যাবে।





