Header AD

খসড়া ভোটার তালিকা প্রকাশিত! অনলাইন বা অফলাইনে কীভাবে খুঁজবেন নাম?

বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (SIR) কাজ শেষে মঙ্গলবার ১৬ প্রকাশ্যে এল খসড়া ভোটার তালিকা। গত ২৭ অক্টোবর রাজ্যে এসআইআরের দিনক্ষণ ঘোষণা করেছিল কমিশন। সে দিন পর্যন্ত রাজ্যে মোট ভোটার ছিলেন ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯। আর এদিন কমিশনের একটি সূত্র জানাচ্ছে, মঙ্গলবার প্রকাশিত খসড়া তালিকায় নাম রয়েছে ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩১ জনের। তবে এদের সকলেই রাজ্যের বৈধ ভোটার কি না, তা নিয়ে নিশ্চিত নয় কমিশন। নির্বাচন কমিশনের দেওয়া নির্দিষ্ট দুটি ওয়েবসাইটে দেখা যাচ্ছে বিস্তারিত তালিকা। এনুমারেশন ফর্ম পূরণ করার পর কাদের নাম উঠেছে খসড়া তালিকায়, বাদ পড়েছে কাদের নাম, মৃত, স্থানান্তরিত এমনকী ‘ভূতুড়ে’ ভোটারের সংখ্যাও জানা যাচ্ছে খসড়া তালিকা থেকে। একনজরে জেনে নিন তালিকা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য।

পশ্চিমবঙ্গের যে খসড়া তালিকা প্রকাশিত হয়েছে তার থেকে নাম বাদ পড়েছে মোট ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জনের। এর মধ্যে নিখোঁজের সংখ্যা ১২ লক্ষ ২০ হাজার ৩৮ জন। অনুপস্থিত ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬ জন, মৃত ২৪ লক্ষ ১৬ হাজার ৮৫২ জন, ডুপ্লিকেট ভোটার ১ লক্ষ ৩৮ হাজার। ‘ভূতুড়ে’ ভোটারের সংখ্যাও উল্লেখ করা হয়েছে তালিকায়। সেই সংখ্যা ১ লক্ষ ৮৩ হাজার ৩২৮। এ ছাড়া অনেকে এনুমারেশন ফর্মই পূরণ করেননি। অর্থাৎ, রাজ্যের তাঁরা ভোটার হতে চান না। এই নামগুলিই বাদ পড়েছে খসড়া তালিকা থেকে।

তবে খসড়া তালিকায় নাম থাকলেই নিশ্চিত হওয়া যাবে না। এর মধ্যে প্রায় ২ কোটি ( সঠিক হিসেবে ১ কোটি ৯৮ লক্ষ ৫ হাজার ১৮৪ জন) রাজ্যবাসীকে চিহ্নিত করেছে কমিশন। তবে তাঁরা রাজ্যের বৈধ ভোটার কি না, তা পুরোপুরি নিশ্চিত হতে পারছে না কমিশন। এই ভোটারদের তথ্যে সন্দেহের অবকাশ রয়েছে বলে মনে করা হচ্ছে। তাঁদের প্রয়োজন অনুসারে কমিশনের শুনানিতে ডেকে পাঠানো হবে। তথ্য যাচাই করা হবে। শুনানিতে সন্তুষ্ট না-হলে বাদ যেতে পারে নাম। কাদের শুনানিতে ডাকা হবে, তা স্থির করার জন্যও নির্দিষ্ট মাপকাঠি রয়েছে কমিশনের। খসড়া তালিকার মধ্যে ৩০ লক্ষেরও বেশি ভোটারকে অবশ্যই কমিশনের শুনানির মুখোমুখি হতে হবে। বাকি দেড় কোটির বেশি ভোটারের মধ্যে প্রয়োজন অনুসারে কাউকে কাউকে ডাকা হবে শুনানিতে।

শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়ার পরবর্তী ধাপের কাজ। যাঁদের শুনানিতে ডাক পড়বে, আগামী কয়েক দিন তাঁদের বাড়ি বাড়ি গিয়ে নোটিস ধরাবেন বিএলও-রা। কবে কোথায় শুনানির জন্য ‘হাজিরা’ দিতে হবে, তা-ও জানিয়ে দেওয়া হবে। সেই মতো নির্দিষ্ট দিনে নির্দিষ্ট স্থানে পৌঁছে যেতে হবে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে পৌঁছে যেতে সংশ্লিষ্ট ভোটারকে। তবে ওই শুনানির দায়িত্বে আর বিএলও-রা থাকবেন না। শুনানি করবেন কমিশন নিযুক্ত অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (এইআরও)-এরা। এর জন্য প্রতিটি বিধানসভা এলাকায় ১০ জন করে এইআরও নিয়োগ করেছে কমিশন। সেখানে সংশ্লিষ্ট ভোটারের তথ্য যাচাইয়ের সময়েও যদি কমিশন নিযুক্ত আধিকারিক সন্তুষ্ট না হন, তবে তালিকা থেকে বাদ পড়তে পারে নাম।

কোথায় ও কীভাবে দেখা যাচ্ছে খসড়া তালিকা? https://ceowestbengal.wb.gov.in/SIR অথবা https://electoralsearch.eci.gov.in/ ওয়েবসাইটে ক্লিক করুন। বাঁদিকে রয়েছে EPIC Number এবং ডানদিকে রাজ্যের নামের জায়গা। এই দুটো পূরণ করে দিতে হবে

captcha code।  এরপর SEARCH অপশনে ক্লিক করলে নিজের নাম দেখতে পাবেন। এছাড়া খসড়া ভোটার তালিকা দেখা যাবে কমিশনের অ্যাপ – ECINET. এই অ্যাপটি খোলার পর দেখবেন সবুজ রঙের একটি ফাঁকা জায়গায় লেখা ‘সার্চ ইয়োর নেম ইন ভোটার লিস্ট’। তাতে ‘ক্লিক’ করলে নতুন পাতা খুলবে। তারপর ক্লিক করতে হবে ‘ভোটার আইডি/এপিক’ অপশনে। সেটিতে ক্লিক করলে নীচে ভোটার আইডি বা এপিক নম্বর দেওয়ার একটি জায়গা থাকবে। সেখানে নিজের এপিক নম্বর দিয়ে সার্চ অপশনে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন আপনার নাম খসড়া তালিকায় রয়েছে কি না।

অনলাইনে সরগড় না হলে নিজের বুথে গিয়ে মঙ্গলবার বিকেলের পর তালিকায় নিজের নাম আছে কি না দেখা যাবে। কোনও কারণে বুথে টাঙানো তালিকায় নিজের নাম না দেখতে পেলে SDO অফিসে যোগাযোগ করতে পারেন। সেখানেও টাঙানো থাকবে খসড়া তালিকা।