Header AD

শবরীমালা মন্দিরে দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

মহিলাদের প্রবেশে নিষেধাজ্ঞার কারণে দীর্ঘসময় ধরে বিতর্কের শিরোনামে ছিল কেরলের ঐতিহাসিক শবরীমালা মন্দির। এবার সেই মন্দিরে পুজো দিলেন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। হেলিকপ্টার দুর্ঘটনার আতঙ্ক কাটিয়ে বুধবার পুজো দেন তিনি। যার ছবি ইতিমধ্যেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। বিশেষ চার-চাকা গাড়িতে পাম্পা থেকে সন্নিধানম পর্যন্ত পাহাড়ি পথ পেরিয়ে মাথায় ইরুমুডিকেট্টু নিয়ে আয়াপ্পার দর্শন করেন মুর্মু। ১৯৭০-এর দশকে প্রাক্তন রাষ্ট্রপতি ভি ভি গিরি এই মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। এবার দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে পুজো দিলেন দ্রৌপদী মুর্মু।
প্রসঙ্গত, ২০১৮ সালের আগে পর্যন্ত এই মন্দিরে মহিলাদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। ১০ থেকে ৫০ বছর বয়সি মহিলাদের এই মন্দিরে প্রবেশের অধিকার না দেওয়াকে অসাংবিধানিক আখ্যা দেয় দেশের শীর্ষ আদালত। এই রায়কে আবার ধর্মীয় সংস্কৃতির বিরোধী বলে দাবি করেন অনেকে। মন্দির ঘিরে বিতর্ক চরম আকার নেয়। সেই রেষ আপাতত স্তিমিত। তবে মহিলা রাষ্ট্রপতির শবরীমালা মন্দির দর্শন নতুন করে এই মন্দিরকে চর্চার শিরোনামে নিয়ে এল।