Header AD

ভোরের কলকাতায় দুর্ঘটনা! বেপরোয়া লরির ধাক্কা রাস্তার পাশের রেলিংয়ে, অল্পের জন্য বাঁচল আম্বেদকরের মূর্তি

সপ্তাহের শুরুতেই কলকাতায় পথ দুর্ঘটনা! সোমবার ভোরে কুয়াশাচ্ছন্ন শহরে ভয়াবহ দুর্ঘটনা ঘটল রেড রোড। নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবোঝাই লরি সজোরে গিয়ে ধাক্কা দিল রাস্তার পাশের রেলিংয়ে। তার বেশ কিছুটা অংশ ভেঙে গিয়েছে। দুমড়েমুচড়ে গিয়েছে লরিটিও। চালক ভিতরে আটকে পড়েছিলেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লরির জানলা কেটে তাঁকে উদ্ধার করে বলে খবর। হাসপাতালে ভর্তি আহত চালক। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি সংকটমুক্ত।জানা গিয়েছে এই দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে আম্বেদকরের মূর্তিটি। এর জেরে সকালের দিকে রেড রোডে যান চলাচল ব্যাহত হয়। পরে অবশ্য পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোরে যখন দিনের আলো সবে ফুটছে সেই সময় রেড রোড ধরে বেশ গতিবেগ নিয়েই ছুটে আসছিল লরিটি। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি পড়ে যাওয়ায় লরিচালক নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করেন। কিন্তু গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি সরাসরি রাস্তার ধারের রেলিংয়ে ধাক্কা মারে। কয়েক হাতের ব্যবধানে সংবিধান প্রণেতা আম্বেদকরের মূর্তিটি থাকায় বড়সড় ক্ষতির হাত থেকে সেটি বেঁচে যায়।

এই দুর্ঘটনার জেরে সপ্তাহের প্রথম দিন সকালেই কলকাতার ব্যস্ততম রেড রোডে যান চলাচল সাময়িকভাবে থমকে যায়। পরে পুলিশ ক্রেন দিয়ে দুর্ঘটনাকবলিত লরিটি সরিয়ে নিয়ে রাস্তা পরিষ্কার করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। কুয়াশার কারণে দৃশ্যমানতা কম ছিল নাকি চালকের অসতর্কতা, ঠিক কী কারণে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে এত বড় দুর্ঘটনা ঘটাল, তা খতিয়ে দেখতে পুলিশ ও দমকল যৌথভাবে তদন্ত শুরু করেছে।